ইতালি যেমন দুর্দান্ত আক্রমণাত্মক ফুটবলের পসরা সাজায় আজকাল, তাতে দলটা না জিতলেই বরং আশ্চর্যের হত। সেটা হয়নি। সুইজারল্যান্ডকে হেসেখেলেই হারিয়েছে তাঁরা। ৩-০ গোলে পাওয়া জয়ে দুটি গোল করেছেন সাসসুয়োলোর মিডফিল্ডার মানুয়েল লোকাতেল্লি, একটি করেছেন লাৎসিওর স্ট্রাইকার চিরো ইম্মোবিলে। আর তাতেই নিশ্চিত হয়েছে এবারের ইউরোর প্রথম দল হিসেবে ইতালির শেষ ১৬-তে যাওয়া।

ইতালির দাপট জয়ের গল্প ছবিতে
ম্যাচ জিতলেই দ্বিতীয় রাউন্ডে যাওয়া নিশ্চিত। এমন এক সমীকরণ নিয়ে আজ সুইজারল্যান্ডের বিপক্ষে খেলতে নেমেছিল ইতালি। অবশ্য ইতালি যেমন দুর্দান্ত আক্রমণাত্মক ফুটবলের পসরা সাজায় আজকাল, তাতে দলটা না জিতলেই বরং আশ্চর্যের হত। সেটা হয়নি। সুইজারল্যান্ডকে হেসেখেলেই হারিয়েছে তাঁরা। ৩-০ গোলে পাওয়া জয়ে দুটি গোল করেছেন সাসসুয়োলোর মিডফিল্ডার মানুয়েল লোকাতেল্লি, একটি করেছেন লাৎসিওর স্ট্রাইকার চিরো ইম্মোবিলে। আর তাতেই নিশ্চিত হয়েছে এবারের ইউরোর প্রথম দল হিসেবে ইতালির শেষ ১৬-তে যাওয়া।
মার্কো ভেরাত্তি চোট কাটিয়ে ফিরলে ইতালি সমর্থকেরা কি তাঁকে দলে চাইবেন? মনে হয় না!
প্রথম ম্যাচে গোল না পেলেও অসাধারণ খেলেছিলেন ভেরাত্তির জায়গায় সুযোগ পাওয়া মানুয়েল লোকাতেল্লি। আর দ্বিতীয় ম্যাচে ইউরোর মঞ্চে নিজেকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দিলেন।
রোমের স্তাদিও অলিম্পিকোতে সাসসুয়োলোর এই মিডফিল্ডারের জোড়া গোলেই ইউরোতে আজ সুইজারল্যান্ডকে ৩-০ গোলে হারিয়েছে ইতালি। নিশ্চিত করেছে নকআউট পর্বে নিজেদের অংশ গ্রহণ। বাকি গোলটা লাৎসিও স্ট্রাইকার চিরো ইম্মোবিলের। যেমন দুর্দান্ত খেলছেন লোকাতেল্লি, ভেরাত্তি সুস্থ হলেও মূল একাদশে আর জায়গা কি পাবেন?
প্রথম ম্যাচের সঙ্গে ইতালির একাদশে তেমন কোনো পরিবর্তন ছিল না এই ম্যাচে। শুধু চোটে পড়া রাইটব্যাক আলেসসান্দ্রো ফ্লোরেঞ্জির জায়গায় সুযোগ পেয়েছিলেন নাপোলির জোভান্নি দি লরেঞ্জো।
শুরু থেকেই আগের ম্যাচের মতো দাপট দেখাতে শুরু করে দলটা। যে দলটা আজীবন রক্ষণাত্মক খেলে অভ্যস্ত, ‘কাতেনাচ্চিও’ ধারার জনক, সেই ইতালির এমন খেলা দেখে কে বলবে সেটা? ইনসিনিয়া, ইম্মোবিলে, বেরার্দি, জর্জিনিও, বারেল্লা, লোকাতেল্লি, স্পিনাৎসোলা – প্রত্যেকে দ্যুতিময়, উজ্জ্বল, ভাস্বর!
অবশ্য সুইজারল্যান্ডও পিছিয়ে ছিল না। তারা বুঝেছিল, নতুন রূপে দেখা দেওয়া এই ইতালিকে থামাতে গেলে তাদের মতো আক্রমণাত্মকভাবেই খেলতে হবে। যে কারণে প্রথম থেকে সুইসরাও বল কেড়ে নিতে ঝাঁপিয়ে পড়েছে সমানতালে। ইতালি যেন পেছন থেকে খেলা গড়তে না পারে এজন্য কিয়েল্লিনি-বোনুচ্চিদের একই ছন্দে প্রেস করে গেছেন সেফারোভিচ-শাকিরিরা। লাভ হয়নি। ইতালি ধৈর্য্য ধরেছে। ধৈর্য্য ধরে আক্রমণে গেছে।
১৯ মিনিটে আক্রমণের সুফল প্রায় পেয়েই গিয়েছিল ইতালি। ইনসিনিয়ার কাছ থেকে বল পেয়ে হেড করতে মিস করলেও পা ঠেকিয়ে গোল করেন কিয়েল্লিনি। কিন্তু ভিএআরের সাহায্যে দেখা যায়, গোল হওয়ার আগে বল লেগেছিল কিয়েল্লিনির হাতে। ফলাফল, গোল বাতিল। ইতালির চিন্তা বাড়িয়ে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ে এর কিছুক্ষণের মধ্যেই মাঠ ছাড়েন
কিয়েল্লিনি, মাঠে আসেন ফ্রান্সেসকো আসেরবি।
কিয়েল্লিনি উঠে যাওয়ার কারণে চিন্তা করার সময় পায়নি ইতালি। ২৭ মিনিটে বেরার্দির দুর্দান্ত এক পাসে গোল করেন লোকাতেল্লি।
বাকি ম্যাচ এমন চেনা রেসিপি মেনেই এগিয়েছে। দ্বিতীয়ার্ধে ৫২ মিনিটে নিজের দ্বিতীয় গোল পেয়ে যান লোকাতেল্লি। এরপর ইতালিকে চেপে ধরেও সুবিধা করতে পারেনি সুইসরা। পরে দলের সবচেয়ে প্রতিভাবান খেলোয়াড় শাকিরিকে মাঠ থেকে উঠিয়ে রুবেন ভারগাসকে নামিয়ে নিজেদের ভাগ্য পরীক্ষা করে দেখেন কোচ পেতকোভিচ। লাভ হয়নি। শেষে ৮৯ মিনিটে গোল করে ইতালির দ্বিতীয় রাউন্ডে যাওয়া নিশ্চিত করে ফেলেন ইম্মোবিলে।
সূত্র : প্রথমআলো
এর আগে কখনও এক ম্যাচে তিন গোল না করা ইতালি এবার আসরের প্রথম দুই ম্যাচেই টানা তিনটি করে গোল করল। এই ইতালিকে অন্য ইতালি বলবেন না তো কী বলবেন?
বাংলাদেশ সুদানের ৬৫ কোটি টাকা ঋণের দায় নিল
প্রধানমন্ত্রী:সুন্দরবন সম্প্রসারিত হচ্ছে,বেড়েছে বাঘও
ক্লাবে ভাঙচুরের অভিযোগ পরীমনির বিরুদ্ধে অল কমিউনিটির
শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে না করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত
শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে না করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত
ওমানের কাছে বাংলাদেশর লজ্জার হার দিয়ে বিশ্বকাপ বাছাই শেষ করলো বাংলাদেশ
ওমানের কাছে বাংলাদেশর লজ্জার হার দিয়ে বিশ্বকাপ বাছাই শেষ করলো বাংলাদেশ
রোনালদোর জোড়া গোল ইউরো চ্যাম্পিয়নদের স্বস্তি
আত্মঘাতী গোলে ডুবল জার্মানি,জয়ের হাসি হাসলো ফ্রান্স
এরদোয়ান-বাইডেন মুখোমুখি তুরস্ক-যুক্তরাষ্ট্র,বৈঠকে সম্পর্কে জট খোলার সুস্পষ্ট লক্ষণ নেই, উত্তেজনা চলতে থাকবে বলে ধারণা করা হচ্ছে
বিএনপি দেশে গণতন্ত্র বিকাশে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে: ওবায়দুল কাদের
বিএনপি দেশে গণতন্ত্র বিকাশে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে: ওবায়দুল কাদের
পাকিস্তান ভ্রমণের ক্ষেত্রে বাংলাদেশ থেকে নিষেধাজ্ঞা দিল
আর্জেন্টিনা জিততে পারল না সুযোগ নিয়ে নিল চিলি।
মির্জাফখরুলের কাছে তথ্যমন্ত্রীর প্রশ্ন একজন মানুষ ক’বার জন্মায়
মির্জাফখরুলের কাছে তথ্যমন্ত্রীর প্রশ্ন একজন মানুষ ক’বার জন্মায়
মেয়ে হিসেবে আমি কষ্ট পাচ্ছি মানুষ হিসেবে:জয়া
সৌদি আরব পুরুষ অভিভাবক ছাড়াই এবার হজের অনুমতি দিচ্ছে নারীদের
সৌদি আরব পুরুষ অভিভাবক ছাড়াই এবার হজের অনুমতি দিচ্ছে নারীদের
দুইবাসের প্রতিযোগিতায় কলেজছাত্রের মর্মান্তিক মৃত্যু রাজধানীতে
দুইবাসের প্রতিযোগিতায় কলেজছাত্রের মর্মান্তিক মৃত্যু রাজধানীতে
পরিমনিরসাথে কী ঘটেছিল বোট ক্লাবে
আইনজীবীর চরিত্রে সাহসিকা’য় মিথিলা
সুস্থ থাকুন, নিজেকে এবং পরিবারকে ভালোবাসুন। আমাদের লেখা আপনার কেমন লাগছে ও আপনার যদি কোনো প্রশ্ন থাকে তবে নিচে কমেন্ট করে জানান। আপনার বন্ধুদের কাছে পোস্টটি পৌঁছে দিতে দয়া করে শেয়ার করুন। পুরো পোস্টটি পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। প্রতিদিনের আপডেট পেতে আমাদের Facebook লাইক দিয়ে যুক্ত থাকুন।
ধন্যবাদ।
Icon for this message
Latestbangla.com
News & Media Website