কন্ডিশনার ব্যবহারের সময় আমরা সবাই কম বেশি ভুল করে থাকি । চুলের যত্নে শ্যাম্পু ব্যবহারের পাশাপাশি কন্ডিশনার ব্যবহার করাও খুব জরুরি। নিশ্চয়ই জানেন, কন্ডিশনার সব ধরনের চুলের জন্যই ব্যবহার করতে হবে। কারণ চুল নরম ও ঝলমলে করতে কন্ডিশনার অতুলনীয়। পাশাপাশি চুলের দরকারি পুষ্টিগুণ জোগাতেও এর ভূমিকা অপরিসীম।
তবে অনেকেই সঠিকভাবে কন্ডিশনার ব্যবহার করতে জানেন না বলেই হিতে বিপরীত হয়ে যায়। সঠিক নিয়ম না জানা থাকার কারণে এটি ব্যবহারের সময় অনেকেই বেশকিছু ভুল করে বসেন। তাই ভুলগুলো জেনে কন্ডিশনারের সঠিক ব্যবহার সম্পর্কে জানা জরুরি। চলুন তবে জেনে নেয়া যাক কন্ডিশনার ব্যবহারে যেসব নিয়ম মেনে চলা উচিত –

কন্ডিশনার ব্যবহারের সময় যেসব নিয়ম মেনে চলা উচিত
- চুলের গোড়ায় কন্ডিশনার লাগাবেন না। চুলের গোড়া থেকে এমনিতেই প্রাকৃতিক তেল উৎপন্ন হয়। কন্ডিশনার গোড়ায় লাগালে চুল অতিরিক্ত তেলতেলে হয়ে যেতে পারে। চুলের মাঝামাঝি অংশ থেকে লাগানো শুরু করুন কন্ডিশনার।
- প্রয়োজনের অতিরিক্ত কন্ডিশনার ব্যবহার করলেও চুল হয়ে পড়তে পারে তেলতেলে। চুলের ধরন, দৈর্ঘ্য এবং ঘনত্ব বুঝে কন্ডিশনারের পরিমাণ নির্ধারণ করুন।
- আমরা সবাই চুলের ধরন অনুযায়ী শ্যাম্পু বেছে নিলেও কন্ডিশনারের ক্ষেত্রে এমনটি করি না। এটা ঠিক নয়। কন্ডিশনারও বেছে নিতে হবে চুলের ধরন অনুযায়ী। যেমন চুল পাতলা হলে বেশি ঘন বা ভারি কন্ডিশনার ব্যবহার করবেন না।
- চুলে কতক্ষণ রাখছেন কন্ডিশনার সেটাও জরুরি। চুলে কন্ডিশনার লাগিয়ে ৪ থেকে ৫ মিনিট অপেক্ষা করুন। এরপর ধুয়ে ফেলুন। ডিপ কন্ডিশনিং এর ক্ষেত্রে ১৫ মিনিট রাখুন। তবে এক্ষেত্রে অবশ্যই শাওয়ার ক্যাপ পরে নেবেন।
আরো কিছু পোস্ট আপনার জন্য প্রয়োজনে দেখতে পারেন
স্তন ক্যান্সার এর লক্ষণ প্রতিকার জেনে নিন
নিউট্রা বায়ো প্রোটিন সম্পর্কে বিস্তারিত
দাঁত ক্ষয় হওয়ার কারণ কিডনি নস্ট হওয়ার লক্ষণ
মানসিক রোগসমূহের লক্ষণ ও প্রতিকার জেনে নিন
সুস্থ থাকুন, নিজেকে এবং পরিবারকে ভালোবাসুন। আমাদের লেখা আপনার কেমন লাগছে ও আপনার যদি কোনো প্রশ্ন থাকে তবে নিচে কমেন্ট করে জানান। আপনার বন্ধুদের কাছে পোস্টটি পৌঁছে দিতে দয়া করে শেয়ার করুন। পুরো পোস্টটি পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। প্রতিদিনের আপডেট পেতে আমাদের Facebook লাইক দিয়ে যুক্ত থাকুন।
ধন্যবাদ।