কোরিয়ান ফেইস স্ক্রাব ত্বকের জন্য খুবই ফলপ্রসু ।নেটফ্লিক্সের সুবাদে দেশি-বিদেশি বহু সিনেমা আর ওয়েবসিরিজ এখন আমাদের হাতের মুঠোয়। সেই সুবাদে যতবার কোরিয়ার ছবি দেখতে বসি, ততবার চোখ কেড়ে নেয় কোরিয়ার মেয়েদের মোমপালিশ করা আলো পিছলোনো নিখুঁত ত্বক! ওঁদের এমন পোর্সিলিনের মতো মসৃণ ঝকঝকে ত্বকের রহস্য কী? সারা বিশ্ব যখন এ প্রশ্নের উত্তর খুঁজতে ব্যস্ত, কোরিয়ান মেয়েরা তখন সৌন্দর্যের জগতে পর পর মাইলস্টোন ছুঁয়ে ফেলছেন। তবে ওঁদের পক্ষেও কিন্তু কাজটা সহজ নয়! আসলে এমন কাচের মতো স্বচ্ছ, নিখুঁত ত্বক ধরে রাখতে ওঁদের প্রচুর খাটতে হয়! নজর দিতে হয় ত্বক পরিচর্যার রুটিনের দিকে, খাওয়াদাওয়ার দিকে। বেছে নিতে হয় সঠিক বিউটি প্রডাক্ট। অনলাইনে নামিদামি ব্র্যান্ডের বিউটি প্রোডাক্ট দেখে হা-পিত্যেশ করছেন যারা, তারা এবার নিজেরাই বানিয়ে ফেলতে পারেন কোরিয়ান ফেইস স্ক্রাব। ঘরের টুকিটাকি জিনিসপত্র দিয়েই যা তৈরি করা সম্ভব।

কোরিয়ান ফেইস স্ক্রাব তৈরির ঘরোয়া উপায়
যা যা লাগবে
. এক চা চামচ ব্রাউন সুগার
. এক চা চামচ পছন্দের এসেনসিয়াল অয়েল
. এক চা চামচ কফির গুড়ো
. আধা চা চামচ সৈন্ধব হিমালয়ান লবণ (পিংক সল্ট)
. এক চা চামচ চালের গুড়ো
সবগুলো উপকরণ মেশালেই তৈরি হয়ে যাবে স্ক্রাব। প্রথম কিছুদিন নিয়মিত ব্যবহার করলেই পরিবর্তনটা টের পাবেন। এর মধ্যে এসেনসিয়াল অয়েল ও সৈন্ধব লবণের জন্য বাজারে যেতে হতে পারে। তবে দুটোই বাজারে পাওয়া যায়।
আরো কিছু পোস্ট আপনার জন্য প্রয়োজনে দেখতে পারেন
স্তন ক্যান্সার এর লক্ষণ প্রতিকার জেনে নিন
নিউট্রা বায়ো প্রোটিন সম্পর্কে বিস্তারিত
দাঁত ক্ষয় হওয়ার কারণ কিডনি নস্ট হওয়ার লক্ষণ https://www.latestbangla.com/archives/3673
মানসিক রোগসমূহের লক্ষণ ও প্রতিকার জেনে নিন
ঢেঁড়সের পানীয় রোগ প্রতিরোধে খুবই কার্যকারী
ফুসফুসের সুরক্ষায় যা করবেন সচেতন হোন খুব সহজেই?
সুস্থ থাকুন, নিজেকে এবং পরিবারকে ভালোবাসুন। আমাদের লেখা আপনার কেমন লাগছে ও আপনার যদি কোনো প্রশ্ন থাকে তবে নিচে কমেন্ট করে জানান। আপনার বন্ধুদের কাছে পোস্টটি পৌঁছে দিতে দয়া করে শেয়ার করুন। পুরো পোস্টটি পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। প্রতিদিনের আপডেট পেতে আমাদের Facebook লাইক দিয়ে যুক্ত থাকুন।
ধন্যবাদ।