আমরা মাছে ভাতে বাঙালী।কাটার ভয়ে বাঙালী মাছ খাবে না তাই কি কখনো হয়? না সম্ভব না।তবে মাছ খেলে কাঁটা গলার বাাঁধার সম্ভাবনা তো আছেই।তাই যদি কখনো মাছ খেতে গেলে গলায় মাছের কাঁটা আটকে যায় তখন কি করবেন? গলায় মাছের কাঁটা বাঁধলে ছাড়ানোর জন্য প্রতমেই খাওয়া হয় পানি, তারপর ভাতকে মুঠো করে খেয়ে ফেলা হয়, যাতে করে গলায় আটকে থাকা কাঁটা ভাতের চাপে সরে যায়। তবে অনেক সময় এভাবে কাঁটা নাও সরতে পারে।তখন কি উপায়? হ্যা এই সমস্যার সমাধানে জেনে নিন ৭টি ভিন্নরকম কৌশল।

গলায় মাছের কাঁটা বাঁধলে ছাড়ানোর উপায় কী
১।গলায় কাঁটা বিধলে পানি পান করেন? কেবল পানি পান করলে হবে না। হালকা গরম পানির সাথে অল্প লবণ গুলিয়ে পান করুন। কাঁটা নরম হয়ে নেমে যাবে।
২। গলায় কাঁটা বিঁধলে ভাত খেয়ে নামাতে চান? তাহলে এক কাজ করুন, ভাতকে ছোট ছোট বল বানিয়ে নিন। তারপর পানি দিয়ে গিলে ফেলুন। ভাতের গোলা চিবিয়ে খেলে কিন্তু কাঁটা নামবে না। পানি দিয়ে গিলে ফেলাই সেরা উপায়।
৩। ভাত খাবার চাইতেও সহজ একটি উপায় আছে। গলায় কাঁটা বিঁধলে খেয়ে ফেলুন একটি কলা। কলা খেতে খেতে দেখবেন কাঁটা নেমে গেছে আর আপনি টেরও পাননি।
৪। এক টুকরো লেবু নিন, তাতে একটু লবণ মাখিয়ে চুষে চুষে লেবুর রস খেয়ে ফেলুন। কাঁটা নরম হয়ে নেমে যাবে।
৫। পানির সাথে সামান্য ভিনেগার মিশিয়ে পান করলেও ঠিক লেবুর মতই কাজ হবে।
৬। গলায় বিঁধেছে কাঁটা? একটু অলিভ অয়েলও পান করতে পারেন। কাঁটা পিছলে নেমে যাবে।
৭। গলায় কাঁটা নামানোর আধুনিকতম পদ্ধতি হচ্ছে কোকাকোলা। এক গ্লাস কোক পান করে ফেলুন, কাঁটা নরম হয়ে নেমে যাবে।
ব্যায়ামের মাধ্যমে সহবাসে মধুর আনন্দ লাভ করার উপায়
https://www.latestbangla.com/archives/1672
গরমে ব্যায়াম করুন ফিট থাকুন জানুন বিস্তারিত
https://www.latestbangla.com/archives/1677
যে ৪টি ব্যায়াম নারীদেহের উপরিভাগ সুগঠিত ও উন্নত করে
https://www.latestbangla.com/archives/1681
অব্যবহৃত চুড়ি দিয়ে বানিয়ে ফেলুন ক্যান্ডেল-হোল্ডার এবং পেন্সিল-হোল্ডার
https://www.latestbangla.com/archives/1686
তেজপাতার গুণাগুণ সম্পর্কে জেনে নিন
https://www.latestbangla.com/archives/1694
ত্রিফলার স্বাস্থ্য ও সৌন্দর্য উপকারীতা,না জানলে জেনে নিন
https://www.latestbangla.com/archives/1697
১টি মাত্র আদা পানীয় প্রতিরোধ করবে ক্যান্সারসহ আরও অনেক রোগ?
https://www.latestbangla.com/archives/1703
সুস্থ থাকুন, নিজেকে এবং পরিবারকে ভালোবাসুন। আমাদের লেখা আপনার কেমন লাগছে ও আপনার যদি কোনো প্রশ্ন থাকে তবে নিচে কমেন্ট করে জানান। আপনার বন্ধুদের কাছে পোস্টটি পৌঁছে দিতে দয়া করে শেয়ার করুন। পুরো পোস্টটি পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। প্রতিদিনের আপডেট পেতে আমাদের Facebook লাইক দিয়ে যুক্ত থাকুন।
ধন্যবাদ।