ঘরে বসেই আমলকীর তেল তৈরির বিষয় টা অবিশ্বাস যোগ্য মনে হলেও সত্য । আমলকীতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি। পাকা চুল কলো করতে আপনারা অনেক রকম কৌশল বা উপায় অনুসরণ করে থাকেন। অসময়ে চুল পেকে যাওয়া, চুলের গোড়া নরম হয়ে চুল পরে যাওয়া। যখন কোন ওষুধ পত্র দিয়ে ও কমানো যায় না তখন বিভিন্ন ক্যামিকেল ব্যবহার করেন। আর আপনি নিজেই নিজের ক্ষতি ডেকে নিয়ে আনবেন। চুল পড়া বন্ধ করতে অনন্য আমলকীর তেল। এটি চুলের বৃদ্ধি বাড়ানোর পাশাপাশি চুল ঝলমলে করতেও অতুলনীয়। ঘরোয়া পদ্ধতিতে বানিয়ে ফেলতে পারেন আমলকীর তেল। এক বছর পর্যন্ত রেখে চুলে ব্যবহার করা যাবে এই তেল।

ঘরে বসেই আমলকীর তেল তৈরির উপায়
যা যা লাগবে
আমলকী- ১৫টি
কারি পাতা- ১/৪ কাপ
নারকেল তেল- ১/৪ কাপ
নারকেল তেল বা তিলের তেল- ২/৩ কাপ
ভিটামিন ই ক্যাপসুল- ৫টি
যেভাবে বানাবেন
আমলকী ধুয়ে শুকনা কাপড় দিয়ে ভালো করে মুছে নিন। ছুরি দিয়ে শাঁস আলাদা করে কেটে ভেতরে থাকা বিচি ফেলে দিন। কারি পাতা ও ১/৪ কাপ নারকেল তেল দিয়ে মিহি করে ব্লেন্ড করে তৈরি করুন মিশ্রণ।
চুলায় মোটা তলযুক্ত প্যান বা কড়াই চাপিয়ে দিন। ২/৩ কাপ নারকেলের তেল বা তিলের তেল দিয়ে আমলকীর মিশ্রণ দিয়ে দিন। কম আঁচে অনবরত নাড়তে থাকুন। ৪০ থেকে ৪৫ মিনিট পর রঙ বদলে গেলে নামিয়ে ঢেকে রাখুন ৮ ঘণ্টা। এরপর স্ট্রেইনারের উপর একটি পাতলা কাপড় বিছিয়ে ছেঁকে নিন। কাচের বয়ামে ভরে এক বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন এই তেল।
আরো কিছু পোস্ট আপনার জন্য প্রয়োজনে দেখতে পারেন
স্তন ক্যান্সার এর লক্ষণ প্রতিকার জেনে নিন
নিউট্রা বায়ো প্রোটিন সম্পর্কে বিস্তারিত
দাঁত ক্ষয় হওয়ার কারণ কিডনি নস্ট হওয়ার লক্ষণ
মানসিক রোগসমূহের লক্ষণ ও প্রতিকার জেনে নিন
সুস্থ থাকুন, নিজেকে এবং পরিবারকে ভালোবাসুন। আমাদের লেখা আপনার কেমন লাগছে ও আপনার যদি কোনো প্রশ্ন থাকে তবে নিচে কমেন্ট করে জানান। আপনার বন্ধুদের কাছে পোস্টটি পৌঁছে দিতে দয়া করে শেয়ার করুন। পুরো পোস্টটি পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। প্রতিদিনের আপডেট পেতে আমাদের Facebook লাইক দিয়ে যুক্ত থাকুন।
ধন্যবাদ।