চট্টগ্রামে পুলিশ বক্সে বোমা হামলার মাস্টারমাইন্ডকে গ্রেপ্তারের দাবি
চট্টগ্রাম নগরের ব্যস্ততম ষোলোশহর ২ নম্বর গেট ট্রাফিক পুলিশ বক্সে বোমা হামলার ঘটনায় জড়িত অভিযোগে নব্য জেএমবির সন্দেহভাজন এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ বুধবার সকালে নগরের আকবর শাহ থানার পোর্ট লিংক রোডের বাংলাবাজার এলাকা থেকে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় বলে জানায় পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট চট্টগ্রাম।

চট্টগ্রামে পুলিশ বক্সে বোমা হামলার মাস্টারমাইন্ডকে গ্রেপ্তারের
গ্রেপ্তার ব্যক্তির নাম মোহাম্মদ সেলিম। তাঁর বাড়ি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার তুলাতুলিতে। বাবার নাম আবু তাহের।
কাউন্টার টেররিজম ইউনিট চট্টগ্রামের ভাষ্য, সেলিম নব্য জেএমবির সামরিক কমান্ডার। তিনি বোমা হামলার ঘটনার মাস্টারমাইন্ড।
কাউন্টার টেররিজম ইউনিট চট্টগ্রামের উপকমিশনার ফারুক উল হক প্রথম আলোকে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে সেলিমকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সেলিম স্বীকার করেছেন যে তিনিই ঘটনার মাস্টারমাইন্ড।
ফারুক উল হক বলেন, সেলিমকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে।
২০২০ সালের ২৮ ফেব্রুয়ারি রাতে ষোলশহর ২ নম্বর গেট ট্রাফিক পুলিশ বক্সে বিস্ফোরণ ঘটে। এতে ট্রাফিক পুলিশের দুই সদস্যসহ পাঁচজন আহত হন।
বিস্ফোরণে ট্রাফিক বক্সটিতে থাকা সিগন্যাল বাতি নিয়ন্ত্রণের সুইচবোর্ড ধ্বংস হয়।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে নগরের পাঁচলাইশ থানায় মামলা করে।
এই মামলায় ইতিমধ্যে ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে আটজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মামলাটির তদন্ত এখনো চলছে।
আরো কিছু পোস্ট আপনার জন্য প্রয়োজনে দেখতে পারে
পেটের চর্বির জন্য যেসব মারাত্মক রোগ দেখা দেয়
বোরহানি তৈরির রেসিপি জেনে নিন এক ঝলকে?
ওজন কমাতে তোকমা দানা খাওয়ার উপকারিতা
সুস্থ থাকুন, নিজেকে এবং পরিবারকে ভালোবাসুন। আমাদের লেখা আপনার কেমন লাগছে ও আপনার যদি কোনো প্রশ্ন থাকে তবে নিচে কমেন্ট করে জানান। আপনার বন্ধুদের কাছে পোস্টটি পৌঁছে দিতে দয়া করে শেয়ার করুন। পুরো পোস্টটি পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। প্রতিদিনের আপডেট পেতে আমাদের Facebook লাইক দিয়ে যুক্ত থাকুন।