চুলের জন্য স্টিম জরুরি প্রয়োজন এতা আমরা সবাই বিশ্বাস করি কিন্তু কাজটা করা হয় না। শীত , বর্ষা , গ্রীষ্ম যে কোন ঋতুই চুলের জন্য বড় যন্ত্রণাদায়ক। কনকনে ঠান্ডা, ধুলো ভরা শুকনো হাওয়ায় চুল নিষ্প্রাণ, ম্যাড়মেড়ে হয়ে যায়। মাথার চামড়ার মৃত কোষ উঠে দেখা দেয় খুশকি। অনেকেই চুলে গরম জল ঢালেন, তাড়াতাড়ি শুকোতে হেয়ার ড্রায়ারও ব্যবহার করেন। তাতে চুল আরও ঘায়েল হয়। ডগা ফাটে, চুল ঝরে।পার্লারে গিয়ে হেয়ার স্পা কিংবা প্রোটিন ট্রিটমেন্টের চাইতেও বেশি উপকার পাবেন বাসাতেই যদি স্টিম দিতে পারেন নিয়মিত। জেনে নিন আপনি কীভাবে এবং কেন হেয়ার স্টিম নেবেন।

চুলের জন্য স্টিম জরুরি প্রয়োজন কেন
হেয়ার স্টিম কী?
হেয়ার স্টিম আমাদের চুলকে ময়েশ্চারাইজ করার কাজ করে। এর ফলে চুল হাইড্রেট হয়। পাশাপাশি চুল নরমও হয়ে যায়। চুলে স্টিম দিলে আর্দ্রতা চুলের গভীরে যায়।
যেভাবে দেবেন স্টিম
প্রথমে চুলে তেল লাগিয়ে ভালোভাবে ম্যাসাজ করুন। তোয়ালে কিছুক্ষণ গরম পানিতে ভিজিয়ে রাখুন। বাড়তি পানি নিংড়ে চুলে জড়িয়ে রাখুন আধা ঘণ্টা। এতে তেল চুলের গোড়া পর্যন্ত পৌঁছবে এবং মাথার ত্বকে থাকা ময়লা বেরিয়ে যাবে। তোয়ালে খুলে কিছুক্ষণ অপেক্ষা করে ভেষজ শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন।
কেন জরুরি স্টিম?
- এটি চুলের গোড়া শক্তিশালী করে।
- স্টিম দেওয়ার ফলে মাথার ত্বকের ছিদ্রগুলি খুলে যায়, ফলে জমে থাকা ময়লা দূর হয়।
- চুলে স্টিম গ্রহণের ফলে রক্ত সঞ্চালন ঠিক থাকে। এটি চুল বৃদ্ধিতে সহায়তা করে।
- শুষ্ক চুল হাইড্রেট করার জন্য স্টিম অত্যন্ত কার্যকর। বাষ্প গ্রহণের ফলে মাথার ত্বকের কোলাজেন বৃদ্ধি পায়, যা চুলকে ভালো রাখে।
- খুশকির সমস্যা দূর করতে সপ্তাহে একবার চুলে স্টিম দিন
আরো কিছু পোস্ট আপনার জন্য প্রয়োজনে দেখতে পারেন
স্তন ক্যান্সার এর লক্ষণ প্রতিকার জেনে নিন
নিউট্রা বায়ো প্রোটিন সম্পর্কে বিস্তারিত
সুস্থ থাকুন, নিজেকে এবং পরিবারকে ভালোবাসুন। আমাদের লেখা আপনার কেমন লাগছে ও আপনার যদি কোনো প্রশ্ন থাকে তবে নিচে কমেন্ট করে জানান। আপনার বন্ধুদের কাছে পোস্টটি পৌঁছে দিতে দয়া করে শেয়ার করুন। পুরো পোস্টটি পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। প্রতিদিনের আপডেট পেতে আমাদের Facebook লাইক দিয়ে যুক্ত থাকুন।
ধন্যবাদ।