চোখের সাজ করতে কত প্রসাধনই তো ব্যবহার করেন। দিন শেষে সেসব ঠিকমতো পরিষ্কার করা হয় তো? কিংবা চোখের যত্ন নেওয়া হচ্ছে তো ঠিকঠাক? জেনে নিন বিশেষজ্ঞরা কী বলেন।
ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের চর্মরোগ বিভাগের প্রধান অধ্যাপক রাশেদ মোহাম্মদ খান জানালেন, প্রসাধনী ব্যবহারে চোখের কী ধরনের ক্ষতি হতে পারে। তিনি বললেন, ‘যেসব প্রসাধনী আপনার চোখের উপযোগী নয়, সেগুলো এড়িয়ে চলুন।

চোখের চর্চায় কি করবে
চোখের চর্চা
কারণ সেগুলো ব্যবহারে চোখে অ্যালার্জি হতে পারে কিংবা চোখ লাল হয়ে ফুলে যেতে পারে। এমন অবস্থায় দ্রুত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অ্যান্টি-অ্যালার্জি-জাতীয় ওষুধ সেবন করতে হবে।’
এ ছাড়া যাদের মাইগ্রেন বা মাথাব্যথার কারণে মলম জাতীয় ওষুধ ব্যবহার করতে হয়, তাঁরা যেন কখনোই চোখ কিংবা এর আশপাশের স্থানে ওই ওষুধ ব্যবহার না করেন। যাঁদের মাথায় খুশকি আছে তাঁরা চুলের যত্ন নিন, খুশকি থেকেও চোখে অ্যালার্জি হয়।
কোনো ক্রিম, উপটান কিংবা কোনো ফেস প্যাক মুখে লাগানোর সময় অবশ্যই চোখ ও এর আশপাশের ত্বক এড়িয়ে চলতে হবে। রূপবিশেষজ্ঞ আফরোজা পারভীন বললেন, চোখের ত্বক যেহেতু কোমল তাই এখানে কোনো প্যাক ব্যবহার করলে ত্বক কুঁচকে যাবে।
পড়ুন বয়সের ছাপ দূর করার ৩টি ঘরোয়া পদ্ধতি
তিনি জানালেন, সুস্থ রাখতে হলে চোখকে ঠান্ডা রাখতে হবে। তুলা ঠান্ডা পানিতে ভিজিয়ে ক্লান্ত চোখ দুটোয় চেপে চেপে মুছে নিতে পারেন। যাদের দুশ্চিন্তা বা রাতে ঘুম না হওয়ার কারণে চোখে কালো দাগ পড়েছে, তাঁরা শসা বা আলু কুচি ব্যবহার করতে পারেন। এ ছাড়া কালো আঙুরের রস তুলায় ভিজিয়ে আলতো করে চোখে ঘষে নিতে পারেন। আর চোখে মেকআপ দিয়ে কখনোই রাতে ঘুমিয়ে পড়বেন না।
তাহলে চোখের ত্বক পুড়ে যাবে ও পাপড়ি ভেঙে যাবে।
নভীন’স অ্যারোমা স্ক্রিন ট্রিটমেন্ট সেন্টারের প্রধান নির্বাহী পরিচালক আমিনা হক জানালেন, পার্টি থেকে ফিরে কীভাবে ধাপে ধাপে চোখের সাজ পরিষ্কার করতে হয়।
* শুকনা টিস্যু পেপার, কাপড় বা তুলায় পেট্রোলিয়াম জেলি নিয়ে প্রথমে চোখের কাজল ও মাসকারা আলতো করে ঘষে তুলে নিতে হবে।
* এরপর নতুন করে টিস্যু পেপার, কাপড় বা তুলায় তেল, ক্লেনজিং মিল্ক কিংবা লোশন নিয়ে আই শ্যাডো, আই লাইনার বা অন্য মেকআপ পরিষ্কার করে নিতে হবে।
ছেলেদের হাত-পায়ের যত্ন নেওয়ার উপায়
https://www.latestbangla.com/archives/2321
হ্যান্ড অ্যান্ড আন্ডারআর্ম সুন্দর রাখতে ৩টি কার্যকরী স্ক্রাব রেসিপি জেনে নিন
https://www.latestbangla.com/archives/2317
বিয়ের আগে নিজেকে ফিট রাখার ১০টি সহজ উপায়
https://www.latestbangla.com/archives/2313
ওজন কমাতে চিনাবাদাম ভূমিকা
https://www.latestbangla.com/archives/275
পুরুষদের যে অঙ্গগুলো নারীরা পছন্দ করে
https://www.latestbangla.com/archives/208
উচ্চ রক্তচাপ কমায় কুমড়ার বীজ
https://www.latestbangla.com/archives/146
গর্ভাবস্থায় কি খেলে বাচ্চা ফর্সা হবে
https://www.latestbangla.com/archives/140
কোন রঙের ফল কত উপকারি? জানেন?
https://www.latestbangla.com/archives/985
পুরুষ ও নারী কে কখন যৌন মিলন (sex) করতে চায় ?
https://www.latestbangla.com/archives/526
সুস্থ থাকুন, নিজেকে এবং পরিবারকে ভালোবাসুন। আমাদের লেখা আপনার কেমন লাগছে ও আপনার যদি কোনো প্রশ্ন থাকে তবে নিচে কমেন্ট করে জানান। আপনার বন্ধুদের কাছে পোস্টটি পৌঁছে দিতে দয়া করে শেয়ার করুন। পুরো পোস্টটি পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। প্রতিদিনের আপডেট পেতে আমাদের Facebook লাইক দিয়ে যুক্ত থাকুন।
ধন্যবাদ।