চোখজোড়া আরও আকর্ষণীয় করে তোলার রহস্য রয়েছে হাতের মুঠোয়! জেনে নিন মোহনীয় করে চোখ সাজানোর কয়েকটি সহজ উপায় I

চোখ আরও আকর্ষণীয় করে তোলার রহস্য
কথায় আছে, “দ্য বিগার, দ্য বেটার”। আই মেক-আপের ক্ষেত্রে এই কথা যে চিরসত্য, তা ছোট চোখের অধিকারীদের চেয়ে ভাল আর কেইবা জানেন। ইস! কেন যে পটলচেরা চোখ হলো না! তাহলে সবধরনের আই মেক-আপ কী দারুণ মানিয়ে যেত! এনিয়ে এত মন খারাপের কিন্তু কিছুই নেই। কেননা, প্রয়োজনীয়তাই উদ্ভাবনের জনক!
হাতের কাছে যথার্থ মেক-আপের সামগ্রী থাকলে এই সমস্যা নিতান্তই তুচ্ছ। চোখজোড়া আরও আকর্ষণীয় করে তোলার রহস্য রয়েছে সকলের হাতের মুঠোয়! জেনে নিন মোহনীয় করে চোখ সাজানোর কয়েকটি সহজ উপায়।
১.নুড বা সাদা কাজল দিয়ে নীচের ল্যাশলাইন সুন্দর করে ভরাট করে নিন।
২.কোনও হালকা বাদামি শ্যাডো ল্যাশলাইনের নিচের অংশে ব্লেন্ড করুন। এতে চোখের গভীরতা বাড়ার পাশাপাশি চোখ ন্যাচারাল দেখাবে।
৩.আইল্যাশ কার্ল করলেও চোখ খানিকটা বড় ও ওপেন দেখাবে। তবে চাইলে ল্যাশ কার্লার হালকা গরম করে নিতে পারেন।
৪.শেষে মাসকারার সাহায্যে চোখের ওপর ও নিচের ল্যাশ দু’বার করে কোট করে নিন।
এই টিপস-গুলো মেনে কিন্তু সহজেই হয়ে উঠতে পারেন আকর্ষণীয় চোখের অধিকারী! তবে আর দেরি কেন শুনি?
রেফারেন্স : https://bangla.dhakatribune.com
আরো কিছু পোস্ট আপনার জন্য প্রয়োজনে দেখতে পারেন
চূড়ান্ত ধাপের কোভিড-১৯-এর টিকা
বাংলাদেশ ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফর স্থগিত
পূবালী ব্যাংক লিমিটেডে নিয়োগ দেওয়া হবে
করোনাভাইরাস মহামারিতে ভ্যাকসিনের দিকেই তাকিয়ে আছে সারাবিশ্ব
করোনাভাইরাস মহামারিতে ভ্যাকসিনের দিকেই তাকিয়ে আছে সারাবিশ্ব
করোনামুক্ত হয়েও শেষরক্ষা হল না এসপি বালাসুব্রহ্মণ্যম
যেখানে এই শরতে দিগন্তজুড়ে ফুটেছে শুভ্র কাশফুল
যৌনপল্লীর শিশুদের উদ্দেশ্যে প্রাথমিক বিদ্যালয় সম্প্রসারণ ও হোস্টেল নির্মাণ
প্রসাধনী ব্যবহারে চোখের কী ধরনের ক্ষতি হতে পারে ?
পাকিস্তানে নারীদের ওপর যৌন নির্যাতন এবং ধর্ষণ নিয়মিত ঘটনা
প্রতিদিন একশটি চুল পড়াকে স্বাভাবিক বলেন বিশেষজ্ঞরা।
অভ্যন্তরীণ সংকট ও মূল্যবৃদ্ধির অজুহাত দেখিয়ে পেঁয়াজ রফতানি বন্ধ
আমাদের প্রদত্ত কনটেন্ট যদি আপনার ভালো লাগে, তাহলে শেয়ার করতে ভুলবেন না কিন্তু।
প্রতিদিনের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন।
ধন্যবাদ।