বসন্তকালের একটি common diseases জলবসন্ত। বসন্তের আগমনের শুরুতেই প্রকোটতা দেখা দেয় এই রোগটির।বসন্তকালে জলবসন্তের প্রাদুর্ভাব বেশি দেখা দেয় বলে এক বলা হয় জলবসন্ত বা চিকেনপক্স।এটি একটি ছোঁয়াচে রোগ, যার জন্য দায়ী জোস্টার নামক এক ধরণের ভাইরাস। এখন বসন্তকাল এবং এই সময়টাই বসন্ত রোগ হওয়ার সময়।

জলবসন্তের লক্ষণ ও প্রতিকার জেনে নিন এক ঝলকে
জলবসন্তের ব্যাপারে কিছু কথা:
১। শিশুদের ক্সেত্রে প্রথমেই জ্বর এবং শরীর ও পেটে ব্যাথা হয়।
২। জলবসন্তে হলে ১-২ দিনের ভিতরই র্যাশ ভাব দেখা দেয়।
৩। র্যাশগুলো আস্তে আস্তে বড় হতে থাকে, যা পরবর্তীতে ফুসফুড়ীতে পরিণত হয়।
৪। প্রথম প্রথম মুখ, মাথা ও বুকে এবং আস্তে আস্তে হা,পা,চোখ ও শরীরের অন্যান অঙ্গে ফুসফুড়ি ফুটতে শুরু করে।
৫। অনেকের চুলকানি, জ্বালাপোড়া হতে পারে।
৬। ফুসফুড়তে পানিতে ভর্তি থাকে। তবে ৫-৬ দিন পরই ফুসফুড়িগুরো শুকিয়ে যায় এবং কালো রঙের খোসা তৈরী হয়।কয়েকদিন পর কালো খোসাগুলো ঝরে পড়ে।
৭। আবার নতুন করে ফুসফুড়ি জন্ম নিতে পারে। এভাবে ১৫-৩০ দিন স্থায়ীত্ব হতে পারে।
ফুসফুড়ি নিয়ে কিছু সতর্কতা:
১। কখনোই নখ লাগাবেন না, নখ লাগালে ব্যাকটেরিয়ার আক্রমন হতে পারে। ছোট ছেলেমেয়েদেরে ক্ষেত্রে হাত মোজা দিয়ে দিবেন।
২। প্রচুর চুলকানি হয় তাই চুলকানি কমানোর জন্য ধুপ জ্বালানো বা কোন পাতার রস কাজ করে না। নির্দিষ্ট সময়ান্তে আপনি আপনি শুকিয়ে যাবে।
৩। এই রোগের সংক্রমন থেকে রক্ষা করতে শিশুদের প্রতিদিন পানি দিয়ে ভালো করে গোসল করিয়ে দিন।অঅর পরতে দিন সুতার কাপড়।
৪। লোশিও কেলামিন লাগলে চুলকানি কমবে।
৫। অনেকে মনে করেন এই রোগে মাছ, মাংস কাওয়া যায় না। তবে এই ধারণা সম্পূর্ণ ভুল। এই রোড়ে অধিক পরিমাণে পুষ্টির অবাব হয়। তাই প্রষ্টির অবাব পূরণ করার জন্য এসব খাবার খওয়ার দরকার।যে বাচ্চারা দুধ পান করে তাদের বুকের দুধ খেতে দিন।শিমুদের সবসময় পরিষ্কার পরিছ্ছন্ন রাখুন, বাড়তি সেবা-যন্ত করুন।রোগ প্রতিরোধ ক্ষতা বৃদ্ধি করতে হবে।রোগ প্রতিরোথ ক্ষমতা কম থাকলে আ্যান্টি ভাইরাল দেওয়া হয়।
আরো জানা অজানা তথ্য জানতে ভিজিট করুন latestbangla।
আরো কিছু পোস্ট আপনার জন্য পড়তে পারেন
জলবসন্তের লক্ষণ ও প্রতিকার জেনে নিন এক ঝলকে
রক্ত সল্পতা দূর করতে যে ৫ ধরণের খাবার দরকার -জেনে নিন এক ঝলকে
পায়ের দুর্গন্ধ দূর করা কি আদৌ সম্ভব,জেনে নিন এক ঝলকে
নখ এর নানা রোগ থেকে কীভাবে রেহাই পাবেন
পুরুষের অতি প্রয়োজনীয় ৯ টি খাবার জেনে নিন
মাসিক চলাকালীন সময়ে যৌন মিলন কি আদৌ উচিত
নারীকে দ্রুত তৃপ্তি দেওয়ার উপায়
প্রথম যৌন ( sex ) মিলনে যে ৫ টি বিষয় মনে রাখা জরুরী
যৌন স্বাস্থ্য রক্ষায় যে খাবারগুলো পরিহার করা উচিত
গর্ভবতী নারীদের ভ্রমণকালীন কিছু বাড়তি সতর্কতা
কীভাবে বুকের দুধ সংগ্রহ করে রাখবেন?
মেয়েদের স্তন সুন্দর করার নিয়ম
সুস্থ থাকুন, নিজেকে এবং পরিবারকে ভালোবাসুন। আমাদের লেখা আপনার কেমন লাগছে ও আপনার যদি কোনো প্রশ্ন থাকে তবে নিচে কমেন্ট করে জানান। আপনার বন্ধুদের কাছে পোস্টটি পৌঁছে দিতে দয়া করে শেয়ার করুন। পুরো পোস্টটি পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। প্রতিদিনের আপডেট পেতে আমাদের Facebook লাইক দিয়ে যুক্ত থাকুন।
ধন্যবাদ।