ডিটক্স ফুট প্যাচের (Detox Foot Patch)উপকারিতা রয়েছে প্রচুর। আমাদের শরীরের ক্ষতিকর টক্সিন বা বিষ বিভিন্ন মাধ্যমে প্রবেশ করে ফলে শরীর অসুস্থ হয়। আর ডিটক্স ফুট প্যাচের (Detox Foot Patch)ব্যবহারে বাতের ব্যাথা,হাটু ব্যাথা, কোমর ব্যাথা, এবং মাংসপেশীর ব্যথা কমিয়ে শরীরকে ঝরঝরে করে তুলে। শরীরের মধ্যে অতিরিক্ত চর্বি জাতীয় পদার্থ শোষণ করে,রক্তের কোলেস্টেরল কমাতে সাহায্য করে, ব্লাড প্রেসার নিয়ন্ত্রণে রাখে। চামড়ার কালো দাগ ও কুচকানো রোদ করে। তাছাড়া এজমা ও ব্রংকাইটিসে বিশেষ উপকারি।

ডিটক্স ফুট প্যাচের (Detox Foot Patch)উপকারিতা
টক্সিন কি
টক্সিন হলো এক প্রকার বিষ,যা মানবদেহে খাবারের মাধ্যমে ও পরিবেশ দূষণের মাধ্যমে প্রবেশ করে রোগ প্রতিরোধ ব্যবস্থাকে দুর্বল করে তোলে।
কাহারা ডিটক্স ফুট প্যাচে(Detox Foot Patch) ব্যবহার করবেন
দূর্বল লোকদের জন্য,যারা দ্রুত ক্লান্ত হয়ে যায়,এবং শক্তি কম আছে
যারা সহজে অসুস্থ হয়ে পড়েন!
যারা ধুলাবালিতে কঠোর পরিশ্রম করেন।
যারা শরীরের ভিতরের বিষাক্ত টক্সিন দূর করতে চান।
যাদের শারিরীক যন্তনায় ঘুম কম হয়।
যাদের জয়েন্টগুলোতে ব্যাথা,ঘাড় এবং ব্যাক পেইন আছে।
বৃদ্ধ এবং অসুস্থ যারা।
যারা স্বাস্থ্য সম্পর্কে সচেতন।
যারা রাস্তয় চলাফেরা করে।
শুধু আরোগ্য লাভ নয়,গড়ে তুলুন স্থায়ী ও প্রাকতিকভাবে শারীরিক প্রতিরোধ ব্যবসা। থাকুন টক্সিনমুক্ত সুস্থ্য দেহ ও মন কর্মব্যস্ত সুখী জীবন। যেনে নিই ডিটক্স ফুট প্যাচ (Detox Foot Patch)নিয়মিত ব্যবহার করলে কি উপকার পাওয়া যায়।
শরীর থেকে ক্ষতিকর বিষাক্ত পদার্থ দূর করে দেয়।
আমাদের শারীরিক শক্তি বৃদ্ধি করে।
শরীরের রক্ত পরিষ্কার ও রক্ত প্রবাহ রাড়িয়ে দেয়।
আমাদের দেহ থেকে বিষাক্ত নিকোটিন বের করে ।
ডিটক্স ফুট প্যাচের (Detox Foot Patch)উপকারিতা
লিভারকে বিষাক্ত তরল পদার্থ থেকে পরিস্কার রাখে।
রোগ প্রতিরোধের প্রাকৃতিক ক্ষমতা বাড়ায়।
শরীরের যে কোন ব্যথা হৃাস করে।
রাতের ঘুমের উন্নতি করে।
রক্ত সঞ্চালন বৃদ্ধি করে
সাইনাসের সমস্যা দূর করে।
কঠিন ব্যাকটেরিয়া ও ভয়ানক আই ভাইরাস কে তরল আকারে বের করে।
পরিপাক যন্ত্রের কার্যকারীতা বৃদ্ধি করে দেয়।
ঘামের দূগর্ন্ধ ও পায়ের দুর্গন্ধ দূর করে।
হাত পা ঘামা থেকে রক্ষা করে।
তবে এটি বাতের ব্যাথা উপশমে বিশেষ কার্যকারি
যাদের শরীরে বিষাক্ত টক্সিন আছে কিনা যাচাই করতে চান। তাহারা ডিটক্স ফুট পেচটি ব্যবহার করতে পারেন।
কি ভাবে ব্যবহার করবেন-
ডিটক্স প্যাড রাতে ঘুমানোর পূর্বে পায়ের তলায় ব্যবহার করতে হবে।৭-৮ঘন্টা ব্যবহারের পর সকালে খুলে ফেলতে হবে।
নির্দেশনাঃ
ক ) ব্যবহারের পূর্বে প্লাস্টিক আবরনটি যন্তসহকারে খুলতে হবে, যাতে ভিতরের প্যাকেট দুটি ছিরে না যায়।
খ )পায়ের তালুতে ডিটক্স প্যাড দুটি দুই পায়ে আঠাযুক্ত প্লাস্টার পেপার দিয়ে ভাল ভাবে এঁটে দিতে হবে যাতে খুলে না যায়।
গ) রাতে ঘুমানোর পূর্বে পায়ের তলায় লাগতে হবে। তবে লাগানোর পূর্বে পায়ের তলা ভালোভাবে পরিষ্কার করে দুয়ে ,পা মুছে ব্যবহার করতে হবে।
যাদের শরীরে বিষাক্ত টক্সিন আছে কিনা যাচাই করতে চান। তাহারা ডিটক্স ফুট পেচটি ব্যবহার করতে পারেন।
আরো কিছু পোস্ট আপনার জন্য পড়তে পারেন
জুঁইয়ের স্বাস্থ্য উপকারিতা জানলে অবাক হবেন?
https://www.latestbangla.com/archives/3022
পড়া মনে রাখার সহজ কৌশল জেনে নিন
https://www.latestbangla.com/archives/3015
মোবাইল দ্রুত চার্জ করার টিপস জানলে অবাক হবেন?
https://www.latestbangla.com/archives/3012
ফোন পানিতে ভিজলে যা করবেন জেনে নিন এক ঝলকে?
https://www.latestbangla.com/archives/3009
মোবাইল ফোনের ব্যাটারির যত্ন জেনে নিন
https://www.latestbangla.com/archives/3006
সুস্থ থাকুন, নিজেকে এবং পরিবারকে ভালোবাসুন। আমাদের লেখা আপনার কেমন লাগছে ও আপনার যদি কোনো প্রশ্ন থাকে তবে নিচে কমেন্ট করে জানান। আপনার বন্ধুদের কাছে পোস্টটি পৌঁছে দিতে দয়া করে শেয়ার করুন। পুরো পোস্টটি পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। প্রতিদিনের আপডেট পেতে আমাদের Facebook লাইক দিয়ে যুক্ত থাকুন।
ধন্যবাদ।