ইউরোপ চ্যাম্পিয়নশিপের ১৬তম আসর এটি। এর আগের ১৫টি আসরে তিনবার করে ইউরোপ শিরোপা জিতেছে জার্মানি ও স্পেন। দু’বার শিরোপা জয় করেছে ফ্রান্স। ইউরোপ শিরোপাজয়ী দলগুলোর বিস্তারিত এই প্রতিবেদনে।

দেখে নেই ইউরোপ শিরোপা জিতেছেন কোন দল কতবার?
উয়েফা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ। শুরুতেই নাম ছিলো ইউরোপীয় নেশন্স কাপ। ১৯৬০ সালে প্রথম আয়োজিত হয় ইউরোপের ফুটবলের শ্রেষ্ঠত্বের আসর। ১৯৯৬ সালে এর নাম পরিবর্তন করে রাখা হয় ইউরো চ্যাম্পিয়নশিপ। ১৯৬০ সালে প্রথম আসরের আয়োজক ছিলো ফ্রান্স। ফাইনালে যুগোস্লাভিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় সোভিয়েত ইউনিয়ন।
১৯৬৪ সালে দ্বিতীয় আসরে বাজিমাত করে নেয় স্পেন। আসরের আয়োজকও ছিলো তারা। সান্তিয়াগো বার্নাব্যুর ফাইনাল দেখেছিলেন ৭৯ হাজার ১১৫ জন দর্শক। শিরোপার মঞ্চে পেরেদা ও মার্সেলিনোর গোলে আগের আসরের চ্যাম্পিয়ন সোভিয়েত ইউনিয়নকে হারিয়ে ফাইনাল জিতে নেয় লা ফিউরিয়া রোজা।
১৯৬৮ সালে উয়েফা ইউরোপিয়ান ফুটবল চ্যাম্পিয়নশিপের আসর বসেছিলো ইতালিতে। স্তাদে অলিম্পিকোর ৮ জুনের ফাইনালে হয় নানা নাটকীয়তা। দু’দিন পর আবার আয়োজিত ফাইনালে যুগোস্লাভিয়াকে ২-০ গোলে হারিয়ে শিরোপা জয় করে ইতালি।১৯৭২ সালের ফাইনালে সোভিয়েত ইউনিয়নের আধিপত্য গুঁড়িয়ে দিয়ে শিরোপা জয় করে নেয় পশ্চিম জার্মানি। আসর বসেছিলো বেলজিয়ামে।
১৯৭৬ সালের ইউরোর আসর বসে যুগোস্লাভিয়ায়। সেবার ফাইনালে আগের আসরের চ্যাম্পিয়ন পশ্চিম জার্মানিতে হারিয়ে শিরোপা ঘরে তোলে চেকোস্লোভাকিয়া।
১৯৮০ সালে আবারো আসর বসে ইতালিতে। ফাইনালে ওঠে বেলজিয়াম ও পশ্চিম জার্মানি। শেষ পর্যন্ত জয়ের হাসি হাসে পশ্চিম জার্মানি।
১৯৮৪ সালের আয়োজক হয় ফ্রান্স। ফাইনালেও ওঠে তারা। শিরোপার মঞ্চে স্পেনকে হারিয়ে প্রথমবারের মত ইউরোর ট্রফি জিতে নেয় ফরাসিরা।
১৯৮৮ সালে প্রথমবারের মত আসরের আয়োজক হয় পশ্চিম জার্মানি। সোভিয়েত ইউনিয়নকে হারিয়ে প্রথমবারের মত চ্যাম্পিয়ন হয় নেদারল্যান্ডস।
১৯৯২ সালে ইউরোর আয়োজক হয় সুইডেন। ফাইনালে জার্মানিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ডেনমার্ক।১৯৯৬ সালের ইউরো হয়েছিলো ইংল্যান্ডে। চেক প্রজাতন্ত্রকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় জার্মানি।
২০০০ সালে ইউরোর আয়োজন করে যৌথভাবে বেলজিয়াম ও নেদারল্যান্ডস। ইতালিকে হারিয়ে শিরোপা জিতে নেয় ফ্রান্স।
২০০৪ সালে ইউরো হয়েছিলো পর্তুগালে। ফাইনালেও উঠেছিলো স্বাগতিকরা। তবে, স্বপ্ন পূরণ হয়নি। শিরোপা জিতে নেয় গ্রিস।
২০০৮ ও ২০১২ সালটা স্বপ্নের মত কেটেছে স্পেনের। ভিসেন্তে দেল বস্কের অধীনে সেপ্নের সোনালী যুগের সেনানী জাভি, ইনিয়েস্তারা পরপর দু’বার শিরোপা উপহার দেয় স্পেনকে।
২০১৬ সালের আয়োজক ছিলো ফ্রান্স। ফাইনালে তাদের মুখোমুখি হয়েছিলো ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। দুর্বল দল নিয়েও শক্ত প্রতিপক্ষ দলগুলোকে হারিয়ে শিরোপা ঘরে তোলে পর্তুগাল।
আরো কিছু পোস্ট আপনার জন্য প্রয়োজনে দেখতে পারেন
অভিষেকে ডাবল সেঞ্চুরি করে ইতিহাস গড়লেন তিনি
https://www.latestbangla.com/archives/2139
হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা আছে কিনা জানার উপায়
https://www.latestbangla.com/archives/2134
পায়ে পানি আসা সমস্যায় করণীয় কি?
https://www.latestbangla.com/archives/2115
ছুলি কি ? ছুলি থেকে মুক্তির উপায়,জেনে নিন এক ঝলকে?
https://www.latestbangla.com/archives/2128
সুস্থ থাকুন, নিজেকে এবং পরিবারকে ভালোবাসুন। আমাদের লেখা আপনার কেমন লাগছে ও আপনার যদি কোনো প্রশ্ন থাকে তবে নিচে কমেন্ট করে জানান। আপনার বন্ধুদের কাছে পোস্টটি পৌঁছে দিতে দয়া করে শেয়ার করুন। পুরো পোস্টটি পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। প্রতিদিনের আপডেট পেতে আমাদের Facebook লাইক দিয়ে যুক্ত থাকুন।
ধন্যবাদ।