পায়ের গোড়ালির সুন্দর্যও শরীরকে অনেকটা সুন্দর করে তুলতে সাহায্য করে, আর যদি পায়ের গোড়ালির চামড়া হয় ফাটা, অমসৃণ ও শুষ্ক তাহলে শারীরিক সৌন্দর্যে অনেকটা বাঁধার সৃষ্টি করে।তাই মুখমন্ডল, গলা, হাত, চুল, নোখ হিত্যাদির মতো পায়ের গোড়ালির চামড়ার যত্ন নেওয়াটাও অন্ত্যন্ত জরুরি।

পায়ের গোড়ালি ফাটা দূর করার উপায়
পায়ের গোড়ালি ফেটে যাওয়ার কারণ সমূহ:
বিভিন্ন কারণে পায়ের গোড়ালি ফেটে যেতে পারে, তার মধ্যে কয়েকটি প্রধান কারণ হলো।
যাদের কাদা জলের মধ্যে কাজ করতে হয়।
শরীরের ওজন বেশি হওয়ার কারণে
পায়ের গোড়ালির চামড়া শুষ্ক হলে,
শুষ্ক জলবায়ুর ফলে
এছাড়াও নানাবিধ রোগের কারণে পায়ের চামড়ায় ফাটা দেখা দিতে পারে।
সাধারণত শীত কালে পায়ের গোড়ালি বেশি ফেটে যেতে দেখা যায়; কারণ এই সময় চামড়া বেশি শুষ্ক হোয়ে যেতে থাকে, তাই এই সময় স্ক্রিনকে বেশি মঈশ্চারাইজ করতে হয়। তাই আজ আপনি এখানে গোড়ালি ফাটা দূর করার জন্য ৩ টি নতুন ও সহজ উপায়ে ঘরোয়া পদ্ধতিতে ক্রিম প্রস্তুতের বিষয়ে জানতে পারবেন যা শীতকালে গোড়ালি ফাটা থেকে আপনাকে পরিত্রাণ পেতে সাহায্য করবে।
পায়ের গোড়ালি ফাটাকে মসৃণ, ও গোড়ালির চামড়াকে সফ্ট করতে এখন যে রেমেডি টি বিষয়ে আপনি জানতে পারবেন সেটি হলো।
• উপকরণ:
ভেসলিন
পাতি লেবু
• প্রস্তুত প্রণালী:
২ চামচ ভেসিলিনের সাথে একটি পাতি লেবুর রস মিশিয়ে নিন, এই দুটি উপকরন কে ভালো করে মিশিয়ে নিন, এবং একটি কাচের ছোট পাত্রে সংরক্ষণ করে নিতে পারেন, এটাকে প্রায় ১৫ দিন রাখা যেতে পারে।
• ব্যাবহার’: রাতে শোবার আগে পা ভালো করে ধুয়ে নিয়ে, এই ক্রিমটি লাগিয়ে নিন, চার থেকে পাঁচ দিন ব্যবহার করলেই এর কার্যকরী ফলাফল চোখে পড়বে।
রেফারেন্স : https://www.tipsinbangla.com
আরো কিছু পোস্ট আপনার জন্য প্রয়োজনে দেখতে পারেন
নিয়ম মানলে বাড়তি ওজন কমবে দ্রুত
শুরু হবে হবে করে দ্বিতীয়বারের মতো পেছালো লঙ্কান প্রিমিয়ার লিগ
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ১৩তম ভিসি নিয়োগ অধ্যাপক (অবসরপ্রাপ্ত) ড. শেখ আব্দুস সালাম
পর্তুগালের অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো খেলার মতো সক্ষমতা রয়েছে কি ?
হার্ট অ্যাটাক থেকে রক্ষা পাওয়া সম্ভব?
আমাদের প্রদত্ত কনটেন্ট যদি আপনার ভালো লাগে, তাহলে শেয়ার করতে ভুলবেন না কিন্তু।
নিজে জানুন এবং শেয়ার করে আপনার প্রিয়জন সহ অন্যদেরকেও জানানে সাহায্য করুন।
প্রতিদিনের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন।
ধন্যবাদ।