প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি গার্ড অব অনারে নারী কর্মকর্তায় আপত্তি নিয়ে জাতীয় সংসদ ভবন আজ মঙ্গলবার জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে সাংসদ ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সাধারণ সম্পাদক শিরীন আখতার এ দাবি করেন।

প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি গার্ড অব অনারে নারী কর্মকর্তায় আপত্তি নিয়ে জাতীয় সংসদ ভবন
বীর মুক্তিযোদ্ধাদের মৃত্যুর পর ‘গার্ড অব অনার’ দেওয়ার ক্ষেত্রে নারী কর্মকর্তা না রাখার বিষয়ে সংসদীয় কমিটি যে সুপারিশ করেছে, তা যেন বাস্তবায়ন না হয়, সে জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন একজন সাংসদ।
বীর মুক্তিযোদ্ধাদের মৃত্যুর পর ‘গার্ড অব অনার’ দেওয়ার রাষ্ট্রীয় ব্যবস্থায় কোনো নারী কর্মকর্তাকে (ইউএনও) না রাখার সুপারিশ করেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। গত রোববার দুপুরে জাতীয় সংসদ ভবনে সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এমন সিদ্ধান্ত নিয়ে তা বাস্তবায়নের জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়েছে।
সংসদীয় কমিটির এমন সিদ্ধান্ত নারীর জন্য অবমাননাকর এবং সরকারের নীতি, মুক্তিযুদ্ধের চেতনা ও সংবিধানবিরোধী বলে মন্তব্য করেছেন বিশিষ্টজনেরা। পাশাপাশি বিভিন্ন মহলে এ নিয়ে ক্ষোভ সৃষ্টি হয়েছে।
সংসদে শিরীন আখতার বলেন, ‘আমি বিস্মিত, হতবাক, ব্যথিত। এমন বিষয় আমার সহকর্মীরা উত্থাপন করতে পেরেছে! সংবিধানে বলা আছে, নারী-পুরুষে কোনো বৈষম্য করা যাবে না। সেই দেশে যখন এই ঘটনা ঘটে, তখন আমরা স্তব্ধ হয়ে যাই।’



শিরীন আখতার বলেন, সংসদীয় কমিটিতে যুক্তি এসেছে, নারী যেহেতু জানাজায় অংশ নিতে পারেন না, সে জন্য গার্ড অব অনারে নারী যাতে না থাকেন। জানাজা ও গার্ড অব অনার এক নয়।
জাসদের সাধারণ সম্পাদক বলেন, যখন দেশজুড়ে মৌলবাদের আস্ফালন দেখা যাচ্ছে, তখন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির কাছ থেকে এমন সুপারিশ এসেছে। তিনি এ বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন, যাতে এ রকম কলুষিত সিদ্ধান্ত না নেওয়া হয়।
সংসদীয় কমিটির সুপারিশের তীব্র সমালোচনা করেছে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন। গতকাল সোমবার গণমাধ্যমে পাঠানো পৃথক বিবৃতিতে তারা এই সুপারিশকে নারীবিদ্বেষী ও বৈষম্যমূলক বলে উল্লেখ করেছে। একই সঙ্গে এ ধরনের সুপারিশকে দেশের সংবিধান ও মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী বলে অভিহিত করেছে। যাঁরা এ সুপারিশ করেছেন, তাঁদের শাস্তিরও দাবি উঠেছে।
জাসদ সভাপতি সাংসদ হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার গতকাল এক বিবৃতিতে সংসদীয় কমিটির সুপারিশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, ‘এ সুপারিশ সংবিধানবিরোধী, চরম নারীবিদ্বেষী ও বৈষম্যমূলক।’
সূত্র: প্রথম আলো
David Wells ‘hated’ Joe Torre during stints with Yankees read IT
David Wells ‘hated’ Joe Torre during stints with Yankees read IT
খুলনায় গভীর রাতে ঘর থেকে বের করে নারীকে হত্যা পুলিশ তদন্ত কাজ শুরু
খুলনায় গভীর রাতে ঘর থেকে বের করে নারীকে হত্যা পুলিশ তদন্ত কাজ শুরু
নোভাভ্যাক্সের করোনার টিকা ৯০ শতাংশ সুরক্ষা দেয়: বিশ্ব সাস্থঅধিদপ্তর
নোভাভ্যাক্সের করোনার টিকা ৯০ শতাংশ সুরক্ষা দেয়: বিশ্ব সাস্থঅধিদপ্তর
ভাবনা ও পরেন ঐশ্বরিয়া, প্রিয়াঙ্কাদের পোশাক দেখে নিন একনজর
শিক্ষামন্ত্রী বলেছেন এক বছর পরীক্ষা না দিলে বিরাট ক্ষতি হবে না
শিক্ষামন্ত্রী বলেছেন এক বছর পরীক্ষা না দিলে বিরাট ক্ষতি হবে না
সাকিব আল হাসান:বারবার কেন বিতর্কিত ?
ঢালিউড অভিনেত্রী পরীমনি পুলিশ পাহারায় আছেন || কে এই নাছির মাহমুদ?
ঢালিউড অভিনেত্রী পরীমনি পুলিশ পাহারায় আছেন || কে এই নাছির মাহমুদ?
পশ্চিমবঙ্গে ইলিশসংকট দেখা দিয়েছে
সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তথ্যমন্ত্রী
সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তথ্যমন্ত্রী
সুস্থ থাকুন, নিজেকে এবং পরিবারকে ভালোবাসুন। আমাদের লেখা আপনার কেমন লাগছে ও আপনার যদি কোনো প্রশ্ন থাকে তবে নিচে কমেন্ট করে জানান। আপনার বন্ধুদের কাছে পোস্টটি পৌঁছে দিতে দয়া করে শেয়ার করুন। পুরো পোস্টটি পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। প্রতিদিনের আপডেট পেতে আমাদের Facebook লাইক দিয়ে যুক্ত থাকুন।
ধন্যবাদ।
Share this