গার্লফ্রেন্ড অর্জনের চেয়ে রক্ষা কার কঠিন। কেন কঠিন? কারণ আপনি কি ভালো? আপনার প্রেমিকার জন্য আপনি কি পারফেক্ট? তার মন বুঝে চলার ক্ষমতা কি আপনার আছে? কি কি ঘাতটি আছে আপনার মধ্যে যার জন্য মেয়েদের সাথে অাপনার প্রেম টেকে না দূর যাওয়ার বদলে ছিটকে পড়ে। ছেলেদের যে ৬টি ভুলের কারনে মেয়েরা আপনার থেকে মুখ ফিরিয়ে নিবে সেই বিষয়গুলো আপনাদের তুলে ধরলাম।

ছেলেদের যে ৬টি ভুলের কারণে মেয়েদের সাথে প্রেম টেকে না
১. সহজে বেজায় খুশি:
আপনার সম্পর্কের শুরুতেই যদি প্রেমিকিার খুঁটিনাটি বিষয় নিয়ে অতিরিক্ত ঘাটাঘাটি করেন তবে সে এটি খারাপ দৃষ্টিতে দেখে।প্রেমিকার যে কোন কথা অক্ষরে অক্ষরে মানা বা প্রেমিকিা যা বলে তা করতে সবসময়র প্রস্তুত থাকে তবে সেই ছেলেকে নিয়ে মেয়েটি অবশ্যই দিধায় ভোগে।
২. খুব শিগগিরই বেশি অধিকার খাটানো:
যিদি আপনাদের সম্পর্ক খুব অল্প দিনের হয় তবে এমন হতে পারে যে, আপনার প্রেমিকা তার আত্মীয় স্বজন বা বন্ধুদের সাথে ঘুরতে গেছে ফলে আপনাের সাথে দেকা করতে একটু দেরি হলো এমতো অবস্থায় আপনি যদি অত্যধিক উতলা হয়ে ওঠেন। তাকে বার বার ফোন, ফোন ম্যাসেজ বা ফেসবুকে ম্যাসেজ নক করেন তবে আপনার প্রেমিকা স্বভাবিকভাবে বির্কত বোধ করবে। কারণ আপনাদের সম্পর্ক বেশি দিনের নয়।
৩. আপনি জানেন বিষয়টি কেমন:
যদি এমনটি হয় আপনার প্রেমিকা তার বান্ধবী বা বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে বাট এই আড্ডার ২/৩ ঘন্টার ভিতর আপনি আপনার প্রেমিকাকে একবার ফোনে কল বা ম্যাসেজ দিয়ে মনে করলেন না। আপনি বাসায় টিভি বা ফেসবুকে সময় কাটালেন , তাহলে আপনার প্রেমিকা সেটা ভালোভাবে নিবে না। বরং আপনি তাকে বোঝান , আর স্বাধীনতা দিন দেখবেন একসময় সে আপনাকে ছাড়া চলবেই না।
৪. যেকোনো খরচে মানিব্যাগটি বের করে ফেলেন:
রেস্টুরেন্টে একসাথে খেতে গেলেই আপনি দামি খাবার ছাড়া অর্ডার দেন না। খরচের মুহূর্তে নিজের পকেট থেকে মানিব্যাগটা সব সময়ই বের করেন। এ ধরনের স্বভাব বেশ অস্বস্তিকর মেয়েদের জন্য। বরং অন্য কোনো সাধারণ খাবার খেতে যান তাকে সাথে করে। আবার সে বিল দিতে চাইলে তাকে দিতে দিন। এতে মেয়েটির ভাল লাগবে।অন্যদিকে, প্রতিবার বিলের ঝক্কি প্রেমিকার ঘাড়ে চাপানোও ভালো নয়। এতে আপনার সাথে মেয়েটি কোনো ভবিষ্যৎ দেখতে পাবে না।
৫. অতীত প্রেম নিয়ে টানাটানি:
বর্তমান সময়ে সবারই এক দু বার প্রেম হয়। এতে করে আপনার ও সাবেক প্রেম থাকতে পারে এবং সে বিষয়টি আপনার নতুন প্রেমিকা জানে। তবে ভুলে ও তার সাথে সাবেক প্রেমিকার সমালেচান করবেন না। কারণ এত করে আপনার সম্বন্ধে তার একটা খারাপ ধারণা জন্ম নিতে পারে।
৬. শারীরিক সম্পর্ক স্থাপনে পীড়াপীড়ি করা:
হুটহাট শারিরীক সম্পর্কে জড়াতে চাইবেন না। এটা আপনার প্রেমিকার কাছে স্বভাবক না ও হতে পারে। মেয়েরা সম্পর্ক অনেকদূর নিয়ে যেতে চায়। সুতরাং সেই সম্পর্ক অনেকদূর যাওয়ার সম্ভাবনা থাকলে সে নিজেই আপনাকে সাড়া দিবে। তাই তাকে সময় দিন, দেখবেন সে নিজেই সব কিছু বোঝবে।
সুস্থ থাকুন, নিজেকে এবং পরিবারকে ভালোবাসুন। আমাদের লেখা আপনার কেমন লাগছে ও আপনার যদি কোনো প্রশ্ন থাকে তবে নিচে কমেন্ট করে জানান। আপনার বন্ধুদের কাছে পোস্টটি পৌঁছে দিতে দয়া করে শেয়ার করুন। পুরো পোস্টটি পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। প্রতিদিনের আপডেট পেতে আমাদের Facebook লাইক দিয়ে যুক্ত থাকুন।
ধন্যবাদ।