মজবুত ঘন কালো চুল পেতে কে না চায় ? আজকাল খুব বেড়ে গিয়েছে টাক পড়ার হার। একেবারে টাক না হয়ে গেলেও চুল পড়া ও পাতলা হয়ে যাওয়ার সমস্যা আছে আজকাল প্রায় সবারই। লম্বা, ঘন কালো চুল সব মেয়েদের কাম্য। চুল লম্বা করার জন্য কত কিছুই না করা হয়। ব্যবহার করা হয় কত শ্যাম্পু, করা হয় হেয়ার ট্রিটমেন্ট। এত কিছু করার পরও পাওয়া যায় না কাঙ্ক্ষিত সেই লম্বা চুল। পুষ্টিকর খাবার, নিয়মতান্ত্রিক জীবন আর চুলে কিছু পুষ্টিকর প্যাকের ব্যবহার আপনাকে দিতে পারে লম্বা ঘন কালো চুল। মজবুত, ঘন ও লম্বা চুল চাইলে পেঁয়াজের হেয়ার মাস্কের বিকল্প নেই।

মজবুত ঘন কালো চুল পেতে পেঁয়াজের হেয়ার প্যাক
পেঁয়াজে থাকা সালফার চুলের বৃদ্ধি ঘটায় দ্রুত। জেনে নিন চুলের যত্নে কীভাবে ব্যবহার করবেন পেঁয়াজের প্যাক।
. সমপরিমাণ পেঁয়াজের রসের সঙ্গে ক্যাস্টর অয়েল মিশিয়ে চুলের গোড়ায় ঘষে ঘষে লাগান। আধা ঘণ্টা পর শ্যাম্পুর সাহায্যে ধুয়ে ফেলুন।
. আধা কাপ পেঁয়াজের রসের সঙ্গে ১ চা চামচ মধু মিশিয়ে চুলের গোড়ায় ম্যাসাজ করুন। কিছুক্ষণ পর মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
. পেঁয়াজের রস সরাসরি লাগান চুলের গোড়ায়। ২০ মিনিট পর ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন।
. পেঁয়াজের রস ও নারকেল তেল মিশিয়ে নিন। কয়েক ফোঁটা লেবুর রস মেশান। মিশ্রণটি চুলের আগা থেকে গোড়া পর্যন্ত লাগান। কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন শ্যাম্পু দিয়ে।
আরো কিছু পোস্ট আপনার জন্য প্রয়োজনে দেখতে পারেন
স্তন ক্যান্সার এর লক্ষণ প্রতিকার জেনে নিন
নিউট্রা বায়ো প্রোটিন সম্পর্কে বিস্তারিত
দাঁত ক্ষয় হওয়ার কারণ কিডনি নস্ট হওয়ার লক্ষণ https://www.latestbangla.com/archives/3673
মানসিক রোগসমূহের লক্ষণ ও প্রতিকার জেনে নিন
ঢেঁড়সের পানীয় রোগ প্রতিরোধে খুবই কার্যকারী
ফুসফুসের সুরক্ষায় যা করবেন সচেতন হোন খুব সহজেই?
পাইলস রোগের চিকিৎসা পদ্ধতি জেনে নিন
পান খাওয়ার উপকারিতা জেনে নিন এক ঝলকে?
সুস্থ থাকুন, নিজেকে এবং পরিবারকে ভালোবাসুন। আমাদের লেখা আপনার কেমন লাগছে ও আপনার যদি কোনো প্রশ্ন থাকে তবে নিচে কমেন্ট করে জানান। আপনার বন্ধুদের কাছে পোস্টটি পৌঁছে দিতে দয়া করে শেয়ার করুন। পুরো পোস্টটি পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। প্রতিদিনের আপডেট পেতে আমাদের Facebook লাইক দিয়ে যুক্ত থাকুন।
ধন্যবাদ।