মেসির পাশে খেলে ক্লাব ক্যারিয়ারে সবকিছু জেতার অভিজ্ঞতা আছে ক্যামেরুনের স্ট্রাইকার স্যামুয়েল ইতোর। তর্কসাপেক্ষে সর্বকালের সেরা এই আফ্রিকান খেলোয়াড় মেসি আর থিয়েরি অঁরির সঙ্গে গড়েছিলেন ভয় জাগানিয়া এক আক্রমণভাগ। ২০০৮-০৯ মৌসুমে তিনজন মিলে করেছিলেন ১০০ গোল

মেসি-আগুয়েরো বার্সেলোনার হয়ে মৌসুমে ৬০ গোল করবেন
সের্হিও আগুয়েরো তখন আতলেতিকোকে খেলেন। সবার জানা হয়ে গেছে এ আর্জেন্টাইন প্রতিভাবান। চেলসি, ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, বার্সেলোনার মতো ক্লাবগুলো চাচ্ছে এই আর্জেন্টাইন স্ট্রাইকারকে। সে সময় থেকেই ইতোরা জানতেন, আগুয়েরো কেমন খেলোয়াড়। সুপার দেপোর্তিভো রাদিওকে দেওয়া এক সাক্ষাৎকারে ইতোর কথা শুনে বোঝা যাচ্ছে, আগুয়েরোকে নিয়ে ইতোর উচ্চ ধারণা এখনো তেমনই আছে। ম্যানচেস্টার সিটিতে প্রায় দশ বছর কাটানোর পর আগুয়েরো অবশেষে যোগ দিয়েছেন বার্সেলোনায়। নিজের সাবেক ক্লাবে আগুয়েরোর মতো একজন স্ট্রাইকার যাচ্ছেন, মেসির পাশে খেলতে পারবেন— গোটা ব্যাপারটাই রোমাঞ্চিত করছে ইতোকে।
ইতোর মনে হচ্ছে, মেসি ও আগুয়েরো একসঙ্গে খেলতে নামলে তাঁদের আটকানোর পথ পাবেন না প্রতিপক্ষ ডিফেন্ডাররা। দুজন মিলে অন্তত ৬০ গোল পেতে যাচ্ছেন আগামী মৌসুমে, এমনটাই ভাবছেন ইতো, ‘আমরা প্রতি মৌসুমে ওদের কাছ থেকে ৬০ গোল পেতে যাচ্ছি। কেবল আমার প্রার্থনা ওদের যেন কোনো চোট সমস্যায় না পড়তে হয়।’
কিন্তু মেসি-আগুয়েরোর জুটি তখনই জমবে, যখন মেসি থাকবেন বার্সেলোনায়। আগামী ৩০ তারিখে বার্সেলোনার সঙ্গে চুক্তি শেষ হয়ে যাচ্ছে তাঁর। চুক্তি নবায়নের জন্য বার্সেলোনা যে চেষ্টা করছে না, তা না। তবে মেসির অখণ্ড মনোযোগ এখন কোপা আমেরিকায়। বার্সেলোনার হয়ে কী হবে না হবে, সেটা নিয়ে পরে চিন্তা করবেন। তবে ইতো নিঃসন্দেহ, মেসি বার্সাতেই থাকবেন, ‘মেসি মানেই বার্সেলোনা। আমি ওকে অন্য কোনো দলের জার্সি গায়ে কল্পনাও করতে পারি না।’
কয়েক দিন আগে ক্লাব সভাপতি হোয়ান লাপোর্তা বলেছেন, মেসির সঙ্গে নতুন চুক্তির আলোচনা খুব ভালোভাবেই এগোচ্ছে।
দলে নতুন আসা এরিক গার্সিয়ার পরিচয় করিয়ে দেওয়ার অনুষ্ঠানে লাপোর্তা বলেছিলেন, ‘আমরা (নতুন চুক্তি নিয়ে) আলোচনা করছি। এটা ভালোভাবেই এগোচ্ছে। মেসির পক্ষের লোকদের সঙ্গে কথা বলছি আমরা।’
সেই আলোচনা যে ইতিবাচকভাবেই এগোচ্ছে, সেটা বোঝাতে গিয়ে লাপোর্তা বলেছিলেন, ‘আশা করছি সবকিছু ঠিকঠাকভাবে এগোবে। এখনো বিষয়টি চূড়ান্ত হয়নি। কিন্তু আমরা জানি যে লিও এখানে থাকতে চায়।’ সঙ্গে বলেছেন, ‘অডিট শেষে আমরা আর্থিক বিষয়টি আরও ভালোভাবে জানতে পারব। কিন্তু অডিটের আগেই মেসির সঙ্গে চুক্তির বিষয়টি আমাদের মাথায় ছিল।’
মেসি-আগুয়েরো দুজনই এখন কোপায় খেলছেন আর্জেন্টিনার হয়ে। মেসি যেন বার্সার হয়ে নতুন চুক্তি সই করেন, সে জন্য আগুয়েরো নিশ্চয়ই প্রিয় বন্ধুকে বোঝাচ্ছেন প্রতিনিয়ত!
সূত্র : প্রথমআলো
পিএসজি ছাড়তে চান এমবাপ্পে কেন ?
ঠাকুরগাঁওয়ে পশুরহাট বন্ধের সিদ্ধান্ত মানছেন না ইজারাদারেরা
লকডাউনে পোশাকশ্রমিকদের পাশাপাশি মালিকেরাও দুর্ভোগে
তৈরি পোশাকের এই দশক চ্যালেঞ্জের, আবার সম্ভাবনারও
চামড়াশিল্পের ঋণে বিশেষ সুবিধা
রাজশাহী মেডিকেলে ২৪ ঘণ্টায় আরও ১৬ জনের মৃত্যু
একা ঘরে হাউমাউ করে কাঁদছি, কী উত্তর দেব মুখ্যমন্ত্রীকে :পিঙ্কি বন্দ্যোপাধ্যায়?
একা ঘরে হাউমাউ করে কাঁদছি, কী উত্তর দেব মুখ্যমন্ত্রীকে :পিঙ্কি বন্দ্যোপাধ্যায়?
স্ট্রাইকারের কি অভাব পোড়াচ্ছে আর্জেন্টিনাকে?
https://www.latestbangla.com/?p=3934
স্বাধীনতা শিক্ষক কর্মচারী ফেডারেশন করোনায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের বিশেষ বৃত্তিসহ ছয় দফা দাবি
স্বাধীনতা শিক্ষক কর্মচারী ফেডারেশন করোনায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের বিশেষ বৃত্তিসহ ছয় দফা দাবি
সুস্থ থাকুন, নিজেকে এবং পরিবারকে ভালোবাসুন। আমাদের লেখা আপনার কেমন লাগছে ও আপনার যদি কোনো প্রশ্ন থাকে তবে নিচে কমেন্ট করে জানান। আপনার বন্ধুদের কাছে পোস্টটি পৌঁছে দিতে দয়া করে শেয়ার করুন। পুরো পোস্টটি পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। প্রতিদিনের আপডেট পেতে আমাদের Facebook লাইক দিয়ে যুক্ত থাকুন।
ধন্যবাদ।
Icon for this message
Latestbangla.com
News & Media Website