মেহেদির রঙ এ রঙিন হতে বাচ্চা থেকে বয়স্ক সকলেই ভালবাসে। মেহেদি বিয়ে থেকে শুরু করে যে কোন অনুষ্ঠানে সকলের দরকার হয়। কিন্তু অনেক সময় মেহেদি-র রঙ উঠানো খুব কষ্টকর হয়ে পড়ে। মেহেদি রাঙা হাতের সৌন্দর্য ফিকে হতে শুরু করে যখন মেহেদি-র রঙ ধীরে ধীরে হালকা হতে থাকে। রঙ পুরোপুরি না উঠলে বেশ দৃষ্টিকটু লাগে হাত দুটো। জেনে নিন ফিকে হয়ে যাওয়া মেহেদির রঙ দ্রুত ওঠানোর কিছু উপায় সম্পর্কে।

মেহেদির রঙ দ্রুত ওঠাবেন যে পদ্ধতিতে
- আধা কাপ গরম পানির মধ্যে ১ চা চামচ বেকিং সোডা ও ২ চা চামচ লেবুর রস মিশিয়ে নিন। মিশ্রণটি তুলার সাহায্যে মেহেদির রঙের উপর ঘষে ঘষে লাগান। উঠে যাবে রঙ।
- লেবু স্লাইস করে ম্যাসাজ করুন ত্বকে। লেবুতে থাকা ব্লিচিং উপাদান মেহেদির রঙ দ্রুত দূর করতে সহায়তা করে।
- যেখানে মেহেদি লেগে আছে, সেখানে টুথপেস্ট দিয়ে ঘষুন। তারপরে একটি ভেজা কাপড় দিয়ে ত্বক মুছে নিন। দিনে দুইবার এটি করুন।
- বেকিং সোডা এবং লেবু সমপরিমাণ মিশিয়ে পেস্ট বানিয়ে নিন। মিশ্রণটি পাঁচ মিনিটের জন্য ত্বকে লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন।
- হেয়ার কন্ডিশনার ঘষলেও মেহেদির ফিকে রঙ দ্রুত দূর হবে।
- অ্যান্টিব্যাকটেরিয়াল সাবান দিয়ে বারবার ত্বক ঘষে ঘষে ধুলে উঠে যাবে মেহেদি।
- আধা কাপ লবণ কুসুম গরম পানিতে মিশিয়ে ২০ মিনিট হাত ডুবিয়ে রাখুন।
আরো কিছু পোস্ট আপনার জন্য প্রয়োজনে দেখতে পারেন
স্তন ক্যান্সার এর লক্ষণ প্রতিকার জেনে নিন
নিউট্রা বায়ো প্রোটিন সম্পর্কে বিস্তারিত
দাঁত ক্ষয় হওয়ার কারণ কিডনি নস্ট হওয়ার লক্ষণ
মানসিক রোগসমূহের লক্ষণ ও প্রতিকার জেনে নিন
ঢেঁড়সের পানীয় রোগ প্রতিরোধে খুবই কার্যকারী
ফুসফুসের সুরক্ষায় যা করবেন সচেতন হোন খুব সহজেই?
সুস্থ থাকুন, নিজেকে এবং পরিবারকে ভালোবাসুন। আমাদের লেখা আপনার কেমন লাগছে ও আপনার যদি কোনো প্রশ্ন থাকে তবে নিচে কমেন্ট করে জানান। আপনার বন্ধুদের কাছে পোস্টটি পৌঁছে দিতে দয়া করে শেয়ার করুন। পুরো পোস্টটি পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। প্রতিদিনের আপডেট পেতে আমাদের Facebook লাইক দিয়ে যুক্ত থাকুন।
ধন্যবাদ।