যৌন মিলন করে নারী পুরুষ উভয়েই চরম সুখ অনুভব করে। যৌনজীবন সুখকে স্বর্গের সুখের সাথে তুলনা করা হয়েছে। মহান আল্লাহতাল্লা বৈধ ( sex ) যৌন মিলনের মাঝে চরম সুখ স্থাপন করে দিয়েছেন।তবে সব বয়সের নারী পুরষরা যৌন মিলনে সমান সুখ পায় না। বয়সের তারতম্যতা এখানে স্থান পেয়েছে। সাধারনত যে সব নর নারীর বয়স ৩০ থেকে ৩৯ বছরের মধ্যে তারাই যৌনজীবনে বেশি সুখি।

কোন বয়সের নারী-পুরুষের যৌনজীবন বেশি সুখি
উঠতি বা তাজা যুবক যুবতীদের শারীরিক উত্তেজনা কম সময়ের ব্যবধানে বার বার হলেও যৌন মিলনকালে তারা বেশি সময় ধরে মিলন করতে পারেনা। অন্যদিকে অতি দ্রুত বীর্যস্থলনের কারণে তাদের মনে একপ্রকার ভয় এবং দুশ্চিন্তার জন্ম নেয়। যার কারণে তাো তাদের সত্যিকারের ক্ষমতাকেই বিলুপ্ত করে দেয় অজান্তেই। মনে রাখবেন “৩৫ বছর বয়সের আগে মিলনের জন্য কোন প্রকার ঔষধ খাবার প্রয়োজন পড়েনা। শুধুমাত্র সুষম খাবার খেলেই আপনি যৌনমিলনে সক্ষম একজন পুরুষ!” অপরদিকে বয়স বাড়ার সাথে সাথে কিছুক্ষন পরপর শরীর উত্তেজিত না হলেও একবার উত্তেজিত হবার পর তা অনেক সময় পর্যন্ত বিদ্যমান থাকে এবং একই সময়ে পরষ্পরের শারীরক প্রয়োজন এবং ভাললাগার জায়গা গুলো জানা থাকার কারনে ৩০ উর্ধো যুগল যৌনজীবনে বেশি সুখী হয়।
সব কথার শেষ কথা ” মূলত মনের জোর হলো আসল জোর!” একথা ভুল যে, শরীর আর শরীরে কখনো মিলন হয়না ।মিলন হয় মন আর মনের ।(প্রমান স্বরূপ বলা যায় – মিলনের সময় স্বামী-স্ত্রী যৌনাঙ্গের চেয়ে পরষ্পরের চোখের দিকে বেশি দেখে থাকেন)। আশাকরি সম্পূর্ণ বিষয়টি বুঝতে পেরেছেন।
ওজন কমাতে চিনাবাদাম ভূমিকা
পুরুষদের যে অঙ্গগুলো নারীরা পছন্দ করে
উচ্চ রক্তচাপ কমায় কুমড়ার বীজ
গর্ভাবস্থায় কি খেলে বাচ্চা ফর্সা হবে
কোন রঙের ফল কত উপকারি? জানেন?
পুরুষ ও নারী কে কখন যৌন মিলন (sex) করতে চায় ?
ব্রণ সমস্যা সমাধানের ১১ টি গুরুত্বপূর্ণ টিপস
নাক ডাকার সম
সুস্থ থাকুন, নিজেকে এবং পরিবারকে ভালোবাসুন। আমাদের লেখা আপনার কেমন লাগছে ও আপনার যদি কোনো প্রশ্ন থাকে তবে নিচে কমেন্ট করে জানান। আপনার বন্ধুদের কাছে পোস্টটি পৌঁছে দিতে দয়া করে শেয়ার করুন। পুরো পোস্টটি পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। প্রতিদিনের আপডেট পেতে আমাদের Facebook লাইক দিয়ে যুক্ত থাকুন।
ধন্যবাদ।