আমরা নানান সময় নানান রোগে ভুগী কিন্তু একটু সতর্ক থাকলেই আমরা বিভিন্ন রোগ থেকে মুক্তি পেতে পারি। আসলে রোগ প্রতিকারের চেয়ে রোগ প্রতিরোধ করা ভালো। আর আমরা রোগ প্রতিরোধ করতে পারলে আমাদের রোগও আর হবেনা আর ডাক্টারের কাছে গিয়ে কারি কারি টাকাও আর ঢালতে হবেনা। এমনই কিছু রোগপ্রতিরোধে পেপের উপকারিতা। পেপের উপকারিতা

রোগ ব্যাধি নিরাময়ে পেপের উপকারিতা জানলে অবাক হবেন!
রোগ ব্যাধি নিরাময়ে পেপের উপকারিতা জানলে অবাক হবেন!
১. বদ হজমের রোগিদের পাকা পেঁপে খেলে খুব উপকার মিলবে। পাঁকা পেপে খেলে মুখে রুচি বাড়ে, সাথে সাথে খিদে বাড়ে তাছাড়া পাঁকা পেপে কোষ্ট পরিস্কার করে এবং বায়ু নাস করে। এ ছাড়াও পেপে অর্শ রোগের ক্ষেত্রেও বেশউপকারি।
২. কাঁচা পেঁপের আঠা বীজ কৃমনিাশকস। কাঁচা পেঁপের আঠা চিনি বা বাতা্সোর সাথে মিশিয়ে খেলে অর্শ ও জন্ডিস সহ লিবারের নানা রোগ ভালো হয়। এ আঠা প্রতিদিন সকালে ৫- ৭ ফোটা আঠা বাতাসার সাথে মিসিয়ে খেলে অর্শের রক্ত পড়া বন্ধ হয়। ব্রন আচিল জিভের ঘায়ে এ আঠা লাগলে খুব উপকার হয়।
৩. পেপে গাছের শুকনো পাতা পানিতে ভিজিয়ে রেখে সেই পানি খেলে পাকস্থলির স্বভাবিক ক্রিয়া ফিরে আসে।
তবে প্রতিদিন নয় পেটের অসুখ সারাতে হজম শক্তি বাড়াতে এক দিন অন্তর অন্তর এক টুকরো পেপে সিদ্ধ অথবা পেপের তরকারি খাওয়া যেতে পারে। তাই আমরা বাসায় বসে কিছু নিয়ম মেনে চললে, কিছু খাদ্য খাবার নিয়ম মাফিক খেলেআমরা পেতে পারি সুস্হ সুন্দর পরিপাটি জীবন।
পায়ের গোড়ালি ফাটা দূর করার উপায়
চোখের ভ্রু ঘন, বড় ও লম্বা করা যায় কি করে ?
উজ্জ্বল ও ব্রণের দাগ মুক্ত ত্বক পাওয়ার ঘরোয়া পদ্ধতি
খুব সহজেই চকচকে উজ্জল ও ফর্সা ত্বক পাওয়ার কৌশল
পেটের সমস্যার চিরতরে সম্পূর্ণ কার্যকরী হেলথ টিপস
সাজগোজের পর কিভাবে make-up তুলতে হবে ?
সুস্থ থাকুন, নিজেকে এবং পরিবারকে ভালোবাসুন। আমাদের লেখা আপনার কেমন লাগছে ও আপনার যদি কোনো প্রশ্ন থাকে তবে নিচে কমেন্ট করে জানান। আপনার বন্ধুদের কাছে পোস্টটি পৌঁছে দিতে দয়া করে শেয়ার করুন। পুরো পোস্টটি পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। প্রতিদিনের আপডেট পেতে আমাদের Facebook লাইক দিয়ে যুক্ত থাকুন।
ধন্যবাদ।