রোনালদোর এক কাণ্ডে ৩৩ হাজার কোটি খোয়াল কোকাকোলা কী বুঝে কাজটা করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো, এখনো বোঝা যাচ্ছে না। কিন্তু গতকাল রাতে সংবাদ সম্মেলন করতে গিয়ে বড় এক ভূমিকম্পের সৃষ্টি করেছেন পর্তুগালের অধিনায়ক।

রোনালদোর এক কাণ্ডে ৩৩ হাজার কোটি খোয়াল কোকাকোলা কী বুঝে কাজটা করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো
রোনালদোর এক কাণ্ডে ৩৩ হাজার কোটি খোয়াল কোকাকোলা কী বুঝে কাজটা করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো, এখনো বোঝা যাচ্ছে না। কিন্তু গতকাল রাতে সংবাদ সম্মেলন করতে গিয়ে বড় এক ভূমিকম্পের সৃষ্টি করেছেন পর্তুগালের অধিনায়ক। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে এসে কথা শুরুর আগেই টেবিল থেকে কোমল পানীয়র বোতলগুলো সরিয়ে রাখেন। ঘটনাক্রমে টেবিলে থাকা বোতলগুলো উয়েফার খুব বড় এক স্পনসর কোকাকোলার ছিল।
স্বাস্থ্যসচেতন রোনালদো কোমল পানীয় ভুলে পানি খেতে বলেছেন সবাইকে। কিন্তু টেবিল থেকে সরিয়ে তো দিয়েছেন কোকাকোলাকে। আর সে কারণেই শেয়ারবাজারে নেতিবাচক প্রভাব পড়েছে অনেক। মাত্র আধঘণ্টার মধ্যে কোকাকোলার ব্র্যান্ড মূল্য ৪০০ কোটি ডলার কমে গেছে। অর্থাৎ কোকাকোলার ৩৩ হাজার ৯১৫ কোটি টাকা খসিয়ে দিয়েছে রোনালদোর এক কাণ্ড।
সামাজিক যোগাযোগমাধ্যমে অনুসারীসংখ্যায় রোনালদোর ধারেকাছে নেই কেউ। ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রাম মিলিয়ে ৫৩ কোটি মানুষ তাঁকে অনুসরণ করেন। এর মধ্যে ইনস্টাগ্রামেই অনুসারী বেশি তাঁর। ইনস্টাগ্রামে ২৯ কোটি ৮০ লাখ ব্যবহারকারী রোনালদোর প্রতিটি নতুন পোস্টের অপেক্ষায় থাকেন। আর ইনস্টাগ্রামের অনুসারীসংখ্যা রোনালদোর জন্য অনেক বড় আয়ের উৎস। ২০১৯ সালের এক গবেষণায় দেখা গেছে ইনস্টাগ্রামে পণ্যের দূতিয়ালি করার জন্য প্রতি পোস্ট বাবদ ৯ লাখ ৭৫ হাজার ডলার আয় করতে পারেন রোনালদো।
২০১৯ সালে নাকি বছরে ইনস্টাগ্রাম থেকে তাঁর আয় ৪ কোটি ৭৮ লাখ ডলার ছিল। তখন রোনালদোর অনুসারী ছিল ১৭ কোটি ৭০ লাখের মতো। এখন আরও ১২ কোটি অনুসারী বেড়েছে। ফলে পণ্য দূতিয়ালির বাজারে রোনালদো অনেক বড় ভূমিকা রাখেন।
গতকাল রোনালদো সংবাদ সম্মেলনে এসেই সামনে রাখা দুটি কোকাকোলার বোতল সরিয়ে পানির বোতল টেনে নিয়ে বলেছেন, ‘পানি খান। কোকাকোলা… (না)।’ তখন মনে হয়েছিল কোকাকোলার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী পেপসির হয়ে কোনো দূতিয়ালি করছেন বোধ হয়। সে কারণেই হয়তো এভাবে কোকাকোলার নেতিবাচক বিপণন করছেন। কোকাকোলা ইউরোর অফিশিয়াল স্পনসর। স্বাভাবিকভাবেই সংবাদ সম্মেলন টেবিলে নিজেদের কোমল পানীয়র বোতল রেখেছে তারা। চ্যাম্পিয়নস লিগের সংবাদ সম্মেলনে যেমন একটি নির্দিষ্ট ব্র্যান্ডের পানীয় থাকে।
সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনার পর কোকাকোলার সঙ্গে পেপসিও আলোচিতের (ট্রেন্ডিং) তালিকায় চলে এসেছে। কিন্তু এখনো পর্যন্ত পেপসির সঙ্গে রোনালদোর কোনো সম্পর্ক খুঁজে পাওয়া যায়নি। তবে রোনালদোর এই কাণ্ডে সর্বনাশ এমনিতেই হয়ে গেছে কোকাকোলার। গতকাল ইউরোপের স্টক মার্কেট খোলার সময় কোকাকোলার শেয়ারের দর ছিল ৫৬.১০ ডলার। আধঘণ্টা পর পর্তুগালের ম্যাচপূর্ব সংবাদ সম্মেলন শুরু হয়। আর বুদাপেস্টে পুসকাস স্টেডিয়ামের সংবাদ সম্মেলনকক্ষের ঘটনার সঙ্গে সঙ্গে শেয়ারে দর ৫৫.২২ ডলারে নেমে আসে।
এর মানে শেয়ারবাজারে এক লাফে ১.৬ শতাংশ দাম হারিয়েছে কোকাকোলা। যার মানে প্রতিষ্ঠানের মূল্য ২৪ হাজার ২০০ কোটি ডলার থেকে এক লাফে ২৩ হাজার ৮০০ কোটি ডলার হয়ে গেছে!
স্বাস্থ্য সচেতন রোনালদো অবশ্য এর আগেও কোকাকোলার বিপক্ষে কথা বলেছিলেন। সেটা একটু অন্যভাবে। নিজের ছেলেকে কীভাবে শাসন করেন, সে প্রসঙ্গে বলেছিলেন, ‘আমি আমার ছেলেকে কড়া শাসনে রাখি। মাঝেমধ্যে সে কোক বা ফান্টা খায়, চিপসও খায়। সে জানে আমি এটা পছন্দ করি না।’
৩৬ বছরেও তরুণদের মতো শরীরী গঠন ধরে রাখতে কঠোর পরিশ্রম করেন রোনালদো। আর সে জন্য অতিথিদেরও ভুগতে হয় তাঁর বাসায়। এ নিয়ে প্যাট্রিক এভরা একবার বলেছিলেন, ‘তার বাসায় গিয়েছিলাম ক্ষুধা নিয়ে। কিন্তু খাবার টেবিলে দেখলাম শুধু একটা সালাদ, মুরগির বুকের মাংস আর পানি। কোনো পানীয় নেই!’
এত দিন তবু কাছের লোকজন সহ্য করেছেন রোনালদোর এমন আচরণ। কোকাকোলার মতো ব্র্যান্ড কি মেনে নেবে সেটা?
সূত্র : প্রথমআলো
চট্টগ্রামে সিরিয়াফেরত ‘জঙ্গি’ আবার রিমান্ডে
করোনা: দেশে জনসনের টিকার অনুমোদন দিয়েছে বাংলাদেশ
ইনস্টাগ্রামে প্রকাশ করেছেন নারী অর্জন করলেই পরিচয় বদলে যায় : নুসরাত
ইনস্টাগ্রামে প্রকাশ করেছেন নারী অর্জন করলেই পরিচয় বদলে যায় : নুসরাত
আফগানিস্তানে ৪ পোলিও কর্মীকে হত্যা পুলিশ তদন্ত জারি
ফুটবল উৎসবে জার্মানদের ঐতিহ্য ফেরানোর তাড়না ল্যুভ ফ্রান্সের বিপক্ষে বড় পরীক্ষা দিতে হবে জার্মানিকে
ফুটবল উৎসবে জার্মানদের ঐতিহ্য ফেরানোর তাড়না ল্যুভ ফ্রান্সের বিপক্ষে বড় পরীক্ষা দিতে হবে জার্মানিকে
কাদের মির্জা গ্রেপ্তার না হলে বৃহস্পতিবার থেকে অবরোধের হুমকি নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামী লীগ
কাদের মির্জা গ্রেপ্তার না হলে বৃহস্পতিবার থেকে অবরোধের হুমকি নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামী লীগ
নাসির-অমিকে সাত দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ
মাদরাসার কক্ষ থেকে খোঁড়া হয়েছে ‘সুড়ঙ্গ’, উদ্দেশ্য ব্যাংক ডাকাতি!
মাদরাসার কক্ষ থেকে খোঁড়া হয়েছে ‘সুড়ঙ্গ’, উদ্দেশ্য ব্যাংক ডাকাতি, পুলিশ তদন্ত চলছে
David Wells ‘hated’ Joe Torre during stints with Yankees read IT
David Wells ‘hated’ Joe Torre during stints with Yankees read IT
খুলনায় গভীর রাতে ঘর থেকে বের করে নারীকে হত্যা পুলিশ তদন্ত কাজ শুরু
খুলনায় গভীর রাতে ঘর থেকে বের করে নারীকে হত্যা পুলিশ তদন্ত কাজ শুরু
নোভাভ্যাক্সের করোনার টিকা ৯০ শতাংশ সুরক্ষা দেয়: বিশ্ব সাস্থঅধিদপ্তর
নোভাভ্যাক্সের করোনার টিকা ৯০ শতাংশ সুরক্ষা দেয়: বিশ্ব সাস্থঅধিদপ্তর
ভাবনা ও পরেন ঐশ্বরিয়া, প্রিয়াঙ্কাদের পোশাক দেখে নিন একনজর
শিক্ষামন্ত্রী বলেছেন এক বছর পরীক্ষা না দিলে বিরাট ক্ষতি হবে না
শিক্ষামন্ত্রী বলেছেন এক বছর পরীক্ষা না দিলে বিরাট ক্ষতি হবে না
সাকিব আল হাসান:বারবার কেন বিতর্কিত ?
ঢালিউড অভিনেত্রী পরীমনি পুলিশ পাহারায় আছেন || কে এই নাছির মাহমুদ?
ঢালিউড অভিনেত্রী পরীমনি পুলিশ পাহারায় আছেন || কে এই নাছির মাহমুদ?
পশ্চিমবঙ্গে ইলিশসংকট দেখা দিয়েছে
সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তথ্যমন্ত্রী
সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তথ্যমন্ত্রী
সুস্থ থাকুন, নিজেকে এবং পরিবারকে ভালোবাসুন। আমাদের লেখা আপনার কেমন লাগছে ও আপনার যদি কোনো প্রশ্ন থাকে তবে নিচে কমেন্ট করে জানান। আপনার বন্ধুদের কাছে পোস্টটি পৌঁছে দিতে দয়া করে শেয়ার করুন। পুরো পোস্টটি পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। প্রতিদিনের আপডেট পেতে আমাদের Facebook লাইক দিয়ে যুক্ত থাকুন।
ধন্যবাদ।
Icon for this message
Latestbangla.com
News & Media Website