আম্বানির মুম্বাই ইন্ডিয়ান্সের। রোহিত ও বুমরার জোড়া ফলায় বাজিমাত I শুরুতেই টস জিতে রোহিতদের ব্যাট করতে পাঠায় দীনেশ কার্তিকের কলকাতা নাইট রাইডার্স। কিন্তু কাজে আসলো না নারিন দের কোনো পরিকল্পনাই।নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৫ রান তোলে রোহিত ব্রিগেড।

আবুধাবি জুড়ে রোহিতের রাজ
প্রথমে ৮ রানের মাথায় প্রোটিয়াস তারকা কুইন্টন ডি’কক কে প্যাভিলিয়নে ফেরত্ পাঠালেও , যত ই সময় গেছে ছন্দ হারিয়েছে কেকেআর।অধিনায়ক রোহিত শর্মার ৫৪ বলে ৮০ ও সূর্য কুমার যাদবের ৪৭ রানের ঝড়ো ইনিংসে র সামনে কার্যত নাস্তানাবুদ হতে হয়েছে নাইট বলার দের।এরপর ১৪৭ রানের মাথায় সুনীল নারিনের বলে সৌরভ তিওয়ারির উইকেট মুম্বাই কে কিছুটা চাপে রাখলেও আবার স্বমহিমায় রান তুলতে শুরু করে গত বছরের আইপিএল বিজয়ীরা।
এর জবাবে ব্যাট করতে নেমে ১৪ রানের মাথায় ৭ রান করে , ট্রেন্ট বোল্টের ওভারে কায়রন পোলার্ড কে ক্যাচ দিয়ে ফেরত্ চলে যান শুবমান গিল। এরপর আবার ও ২৫ রানের মাথায় ধাক্কা খায় কিং খানের কেকেআর, ৯ রানে ফিরে যান সুনীল নারিন।এরপর দীনেশ কার্তিক ও নীতিশ রানা পরিস্থিতি র সামাল দেওয়ার চেষ্টা করলেও , তা কার্যকরী হয়নি বেশিক্ষন। তাসের ঘরের মত একের পর এক ধাক্কা খেতে শুরু করে কলকাতা।
এরপর ১০০ ও ১০১ রানের মধ্যে মর্গ্যান ও নাইটদের আশার আলো রাসেল প্যাভিলিয়ন পথে পাড়ি দিলেও ,জয়ের আশা শেষ হতে থাকে নাইটদের।শেষদিকে , প্যাট কামিন্স ৩৩ রানের লড়াকু ইনিংস খেললেও শেষ রক্ষা হয়নি। অবশেষে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৬ রান তোলে কলকাতা।শুরুতেই আইপিএল এ বড়োসড়ো ধাক্কা খায় কেকেআর, অপর দিকে ৪৯ রানে আইপিএল এ প্রথম জয় পেয়ে আপাতত লীগ টেবিলের শীর্ষে চলে যায় মুম্বাই ইন্ডিয়ান্স।
রেফারেন্স : https://m.dailyhunt.in
আরো কিছু পোস্ট আপনার জন্য প্রয়োজনে দেখতে পারেন
পুদিনা লাচ্ছি কিভাবে বানাবেন জেনেনিন
এক গ্লাস উষ্ণ লেবুর পানির ১০টি স্বাস্থ্য উপকারিতা
পেটের চর্বি কমানোর ৮ টি টিপস জানুন
আদার উপকারিতা ও ঔষধি গুণাগুণ জেনেনিন
তুলসি পাতার উপকারিতা ও ঔষধি গুণাগুণ জেনেনিন
একটু খানি যত্নেই সম্ভব কালো দাগ দূর করা
গার্লিক নান বানানোর সহজ রেসিপি জেনে নিন
আদার উপকারিতা ও ঔষধি গুণাগুণ জেনেনিন
তুলসি পাতার উপকারিতা ও ঔষধি গুণাগুণ জেনেনিন
আমাদের প্রদত্ত কনটেন্ট যদি আপনার ভালো লাগে, তাহলে শেয়ার করতে ভুলবেন না কিন্তু।
নিজে জানুন এবং শেয়ার করে আপনার প্রিয়জন সহ অন্যদেরকেও জানানে সাহায্য করুন।
প্রতিদিনের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন।
ধন্যবাদ।