Wednesday , 24 April 2024

ঈদের পোশাক রিভিউ

পাঞ্জাবী বা কামিজে যেমন কটির বাহার তেমনি শাড়ীতে টারসেল । বাজার ঘুরে এবারের ঈদের পোশাক ট্রেন্ড নিয়েই থাকছে আজকের ঈদের পোশাক রিভিউ লেখা ।

শাড়ী
* এক শাড়ীতে অনেক ফেব্রিকস । হডিজাইনের অনেকগুলো মাধ্যম একসঙ্গে ব্যবহার ।
* জমকালো পাথর বসানো পার ।
* টারসেলের ব্যাপক ব্যবহার সালোয়ার-কামিজ ।
* কামিজে নানা আকৃতির কটির ব্যবহার ।
* কামিজের ঝুল দীর্ঘ তবে স্ট্রেইট ও ফ্রক কাট দুটোই চলছে ।
* পালাজ্জোর পাশাপাশি চুড়িদার সালোয়ারও চলছে ।
ঈদের পোশাক পাঞ্জাবী ।
* দেশী কাপড়ের পাঞ্জাবী ।
* হাতায়ও ভারি কাজ ।
* সব পাঞ্জাবীর সঙ্গেই মোদি কটি ।
শাড়ী, পাঞ্জাবী , সালোয়ার-কামিজ কিংবা বাচ্চাদের পোশাক-সব কিছুতেই চাই একটু নতুনত্ব ।

জমকালো নকশা আঁচলে টারসেল
কয়েকটি ফেব্রিকস মিলিয়ে তৈরি হচ্ছে ঈদের শাড়ী । ডিজাইনও এক মাধ্যমে আটকে থাকেনি । চুমকি, কারচুপির সঙ্গে মেশিন এমব্রয়ডারি যোগ হয়েছে । আর ও বিশেষত্ব হলো সব ধরনের শাড়ীর আঁচলে টারসেলের ব্যবহার । সুতি শাড়ী থাকছেই সঙ্গে রয়েছে জর্জেট, মসলিন, হাফসিল্ক, অ্যান্ডি আর পিওর সিল্ক । জামদানি আর কাতানও সেজেছে নতুন রূপে । জামদানি শাড়ীর বিভিন্ন মোটিফ উঠে এসেছে সিল্ক বা কাতানের পাড় আর জমিনে । ডিজাইনের মাধ্যম হিসেবে এসেছে স্ক্রিন প্রিন্ট, অ্যাপ্লিক, মেশিন এমব্রয়ডারি, টাইডাই ও হাতের কাজ । এখানেও শাড়ীতে একসঙ্গে একাধিক মাধ্যম ব্যবহার করা হয়েছে। স্ক্রিন প্রিন্টের সঙ্গে মেশিন এমব্রয়ডারি আর অ্যাপ্লিকের একসঙ্গে ব্যবহার নতুনত্ব এনেছে। শাড়ীতে উৎসবের জমকালো লুক এনেছে জরি, পুঁতি ও চুমকি ও কারচুপির ব্যবহার । নতুনত্ব এসেছে জামদানিতেও । শাড়ীর উপকরণ, রং, ডিজাইন ও নকশায় যোগ হয়েছে বৈচিত্র্য । নতুনত্ব আনতে কয়েকটি ফেব্রিকস একসঙ্গে ব্যবহার করা হয়েছে। যেমন একই শাড়ীতে জর্জেট, সিল্ক আর অ্যান্ডির ব্যবহার হয়েছে। শাড়ীর আঁচল আর কুঁচিতে আলাদা ফেব্রিকস আর নকশা চোখে পড়ে ।  হাফসিল্কে জামদানিতে বসানো হয়েছে জমকালো পাথর বসানো পাড় । চিকন সুতার বুননে নানা নকশা ফুটিয়ে তোলা হয়েছে জামাদানি শাড়ীর জমিনে । গরমের কারণে হালকা রংগুলোকে প্রাধান্য দেওয়া হয়েছে।  আঁচলের বাহারি টারসেলের ব্যবহার শাড়ীতে নতুন লুক যোগ করেছে ।

গভীর অন্তরঙ্গ ভালোবাসা পুরুষের ওজন হ্রাস করে

 

আশাকরি আমাদের টিপসগুলো আপনাদের কাজে লাগবে।

যদি সমান্যতম কাজে লাগে তবে একটা ধন্যবাদ দিতে ভুলবেন না।

আর নিয়মিত টিপস পেতে আমাদের সাথে থাকুন।

ফেসবুক পেজ

আমাদের সাইটে কোন প্রকার অশ্লীল আর্টিকেল দেওয়া হয় না।

মূলত যৌন জীবনকে সুস্থ্য, সুন্দর ও সুখময় করে তোলার জন্য জানা অজানা অনেক কিছু তুলে ধরা হয়।

 

Spread the love

Check Also

ঠান্ডা পোশাকের ফ্যাশন তপ্ত রোদে

গরম পড়েছে । পথ নেই আর বাঁচবার । ফ্যাশন মাথায় থাক, আরাম চাই আগে । …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *