Friday , 26 April 2024

সহজ মাধ্যমে জেনে নিন কতটুকু প্রেম আছে আপনার হৃদয়ে

অধিকাংশ সময় মানুষ বুঝে উঠতে পারেন না যে ছেলে বা মেয়েটির সাথে সে ভালোবাসার সম্পর্কে জড়িয়ে পড়েছেন সে সম্পর্কটা আসলে কতোটা সুখকর । তার প্রেমিক বা প্রেমিকা ভবিষ্যতে তার চাহিদা বা আশা আকাঙ্খার কতোখানি পূরণ করতে পারবে ।কারো হৃদয়ে প্রেম একটু বেশি, কারো হৃদয়ে আবার একটু কম । আর এই কম বেশির কারণে আমরা এক এক জনকে এক এক বিশেষণে ডাকি এক এক বিশেষত্বে ভাবি ।
আপনি যদি হয়ে থাকেন তাদেরই একজন তাহলে এখনই মাত্র ১০ টি প্রশ্নের উত্তর দিয়ে সহজ মাধ্যমে জেনে নিন কতটুকু প্রেম আছে আপনার হৃদয়ে :

১। আপনি কি আপনার সম্পর্ককে সমান এবং মূল্যবান মনে করেন?
ক। হ্যাঁ, সমান এবং মূল্যবান
খ। কখনও কখনও মূল্যবান মনে করি
গ। শুধু সমানই না মূল্যবানও
২। আপনি কি আপনার সঙ্গীর মতামতকে বেশী প্রাধান্য দেন?
ক। আমি আমার নিজের মতামতকে সর্বাধিক প্রাধান্য দেই
খ। কখনও কখনও, আমি নিজেকে সন্দেহ করি এবং তার মতামতের উপর নির্ভর করি
গ। সবসময় তার মতামতের উপর নির্ভর করি
৩। আপনারা কি প্রায়ই অতীতের ঘটে যাওয়া বিষয় নিয়ে কথা বলেন?
ক। অধিকাংশ ক্ষেত্রে আমাদের মাঝে উপস্থিত হয়
খ। কখনও কখনও, আসে কিন্তু আমরা তা সমাধান করে নেই
গ। প্রায়ই অতীত সামনে আসে এবং একে অপরকে দোষারোপ করি
৪। আপনি শান্তি বজায় রাখার জন্য তার সঙ্গে একমত হয়ে থাকেন?
ক। খুব কমই বা কখনোই না
খ। কখনও কখনও
গ। সব সময়
৫। সম্পর্ককে প্রভাবিত করতে পারেন জেনে আপনি কি তার কাছ থেকে কোন কথা গোপন করেন?
ক। আমাদের খুব কমই গোপনীয়তা আছে। কোনো কিছুই আমাদের সম্পর্ককে প্রভাবিত করে না ।
খ। কখনও কখনও
গ। হ্যাঁ, প্রায়ই

সহজ মাধ্যমে জেনে নিন কতটুকু প্রেম আছে আপনার হৃদয়ে

৬। আপনারা কি প্রায়ই অতীতের ঘটে যাওয়া বিষয় নিয়ে কথা বলেন?
ক। অধিকাংশ ক্ষেত্রে আমাদের মাঝে উপস্থিত হয়
খ। কখনও কখনও, আসে কিন্তু আমরা তা সমাধান করে নেই
গ। প্রায়ই অতীত সামনে আসে এবং একে অপরকে দোষারোপ করি
৭। আপনার সঙ্গীর প্রতিশ্রুতিকে বিশ্বাস করেন?
ক। সে সবসময় প্রতিশ্রুতিবদ্ধ থাকে
খ। কখনও কখনও
গ। সে কখনই প্রতিশ্রুতির কথা মনে থাকে না
৮। আপানি কি মনে করেন, আপনার সঙ্গী যা বলে সততার সাথে বলে অথবা আপনাকে খুশি করার জন্য ধান্দাবাজি হতে পারে?
ক। সে সৎ
খ ।কখনো কখনো সৎ
গ। ধান্দাবাজি হতে পারে
৯। আপনি কি মনে করেন, আপনার সঙ্গী সব কিছুর জন্য নির্ভরযোগ্য?
ক। বেশিরভাগ ক্ষেত্রে নির্ভরযোগ্য
খ। মাঝে মাঝে নির্ভরযোগ্য
গ। বেশিরভাগ ক্ষেত্রে নির্ভরযোগ্য নয়।
১০। আপনিকি আবেগগতভাবে আপনার সঙ্গীর উপর অতিমাত্রায় নির্ভরশীল?
ক। না
খ। কখনও কখনও
গ। মাঝে মাজে আমি বোধ করি তাকে ছাড়া আমি কিছুই না।

স্কোর: প্রত্যেক ‘ক’এর জন্য নিজেকে ১০ দিন, ‘খ’ এর জন্য ৫ এবং ‘গ’ এর জন্য ০।
রায়: আপনার স্কোর যত বেশি আপনার সম্পর্ক তত বেশি স্বাস্থ্যসম্মত আপনার সম্পর্ক । আপনার স্কোর যদি ২০ এর নীচে থাকে, তাহলে আপার এই ব্যাক্তির সাথে বাকি জীবন কাটানোর সিদ্ধান্ত নেওয়ার আগে একবার ভেবে দেখতে পারেন ।

 

সহজেই জেনে নিন আপনার জন্মতারিখ আপনার সম্পর্কে কী বলে?

 

আশাকরি আমাদের টিপসগুলো আপনাদের কাজে লাগবে।

যদি সমান্যতম কাজে লাগে তবে একটা ধন্যবাদ দিতে ভুলবেন না।

আর নিয়মিত টিপস পেতে আমাদের সাথে থাকুন।

ফেসবুক পেজ

আমাদের সাইটে কোন প্রকার অশ্লীল আর্টিকেল দেওয়া হয় না।

মূলত যৌন জীবনকে সুস্থ্য, সুন্দর ও সুখময় করে তোলার জন্য জানা অজানা অনেক কিছু তুলে ধরা হয়।

Spread the love

Check Also

বিবাহিত নারী ছেলেদের যেসব কথায় দূর্বল হয়

বিবাহিত নারী ছেলেদের যেসব কথায় দূর্বল হয়- নারী বলতে পৃথিবীর অন্যতম প্রাণী মানুষের স্ত্রী-বাচকতা নির্দেশক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *